করোনাকালে আতঙ্ক নয়,বরং চুপিসাড়ে বিয়ের পিঁড়িতে বসে সকলকে চমকে দিয়েছিলেন বলি অভিনেত্রী ইয়ামি গৌতম। উরি:দ্য সার্জিকাল স্ট্রাইক পরিচালক আদিত্য ধরের গলাতেই মালা দিয়েছেন ইয়ামি গৌতম (Yami Gautam)। লাল টুকটুকে বেনারসি, গলায় ভারী গয়না, কনের সাজে নিজের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নায়িকা। নববধূ ইয়ামির থেকে চোখ সড়ানো দায় ছিল। ২০১৯ সাল থেকেই প্রেমের শুরু। ঘরোয়া অনুষ্ঠানের মধ্যেই ২ পরিবারের উপস্থিতিতে এক হয়েছিলেন ইয়ামিও আদিত্য। অভিনেত্রীর গোপন বিয়ের ছবি দেখে শুভেচ্ছায় ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। সম্প্রতি সাক্ষাৎকারে ইয়ামি জানিয়েছেন, আমাদের বিয়ের কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু সবটা যেন কীভাবে হয়ে গেল যদিও আমরা দুজনে এমনটাই চেয়েছিলাম। উরি-র প্রমোশনের সময় থেকে আদিত্যর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। সম্পর্কের ২ বছর পরই বিয়ের কথা ভেবেছিলাম। দুই পরিবারও আমাদের সম্পর্কে খুবই খুশি ছিল। বলা যায় আমাদের চেয়েও বেশি। ইয়ামি আরও বলেন, বাগদান সারার পরিকল্পনাটা আগে ছিল। তারপর বিয়ে। কিন্তু আমার দিদিমা বললেন, এনগেজমেন্ট আমাদের রীতি নয়। বিয়েটা করে নাও। আদিত্যও আমাকে প্রশ্ন করেছিল তুমি কি তৈরি আছো, তাহলে কি আমরা বিয়েটাই সেরে ফেলব। তারপর যে এত কিছু ঘটে যাবে তা নিজেরাও বুঝে উঠতে পারিনি। তবে আমার জীবনটা যে একমুহূর্তে পাল্টে গেছে, তেমনটা নয় কিন্তু। তবে আগের চাইতে অনেক বেশি আনন্দে আছি। জানিয়েছেন ইয়ামি গৌতম।