সূত্র থেকে জানা গেছে, কোভিড আক্রান্ত করিনা কাপুর নাকি সঠিক তথ্য দিচ্ছেন না। এবং সেই কারণেই সইফিনার বাড়ি সিল করে দিয়েছে বিএমসি । তবে করিনা একাই নন, অমৃতা আরোরার বাড়িও সিল করেছে বিএমসি। বিএমসি-র পক্ষ থেকে আরও জানা গেছে, করিনা কাপুরের স্বামী সইফ আলি খানও যে এই মুহূর্তে মুম্বইয়ের বাইরে রয়েছে সেই তথ্যও পুরসভাকে খান পরিবার জানায় নি।