নতুন বছর আগমনের প্রস্তুতিতে মেতেছে সকলেই। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে সকলেই স্বাগত জানাতে চলেছেন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। ২০২১ সালে বলিউডের বিতর্কের লিস্ট যেন গুনে শেষ করা যাবে না। বিতর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত বলিউডের সঙ্গে। বি-টাউনের একাধিক কন্ট্রোভার্সি থেকে বিজ্ঞাপন নিয়ে বিতর্ক কম হয়নি। এমন কিছু বিজ্ঞাপন হয়েছে যা বয়কটেরও ডাক উঠেছিল। একনজরে দেখে নিন বিতর্কিত বিজ্ঞাপনগুলি।