অভিনয় একটা শিল্প, একটা কলা একটা আর্ট, যা কখনই একটা এলাকা, বা একটা ভাষার পরিধির মধ্যে সীমাবদ্ধ থাকে না। বারে বারে তা প্রমাণ করেছেন সেলেব মহল। আর সেই প্যাশনের জেরেই এবার বলিউড পৌঁচ্ছে গেলেন রূক্মিনী মৈত্র।
তবে কেবলই দেবের বিপরীতে অভিনয় করবেন সেই ট্যাবু আগেই ভেঙে দিয়েছেন। তিনি। কোনও নির্দিষ্ট প্রযোজক সংস্থার সঙ্গেও যে শুধু কাজ করে যাবেন তেমনটাও নয়।
210
রুক্মিনী নিজের অভিনয় গুণে এবার ডাক পেলেন বলিপাড়া থেকে। সম্প্রতি সেই খবরে ঝড় উঠল নেট মহলে।
310
২০২০-তেই এসেছিল নতুন ছবি করার প্রস্তাব। এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে তিনি জানান, প্রথমটাতে ততটা গুরুত্ব না দিলেও পরবর্তীতে রীতিমত অডিশন দিয়ে জিতে নিয়েছেন এই পাঠ।