অভিনয় একটা শিল্প, একটা কলা একটা আর্ট, যা কখনই একটা এলাকা, বা একটা ভাষার পরিধির মধ্যে সীমাবদ্ধ থাকে না। বারে বারে তা প্রমাণ করেছেন সেলেব মহল। আর সেই প্যাশনের জেরেই এবার বলিউড পৌঁচ্ছে গেলেন রূক্মিনী মৈত্র।
তবে কেবলই দেবের বিপরীতে অভিনয় করবেন সেই ট্যাবু আগেই ভেঙে দিয়েছেন। তিনি। কোনও নির্দিষ্ট প্রযোজক সংস্থার সঙ্গেও যে শুধু কাজ করে যাবেন তেমনটাও নয়।
210
রুক্মিনী নিজের অভিনয় গুণে এবার ডাক পেলেন বলিপাড়া থেকে। সম্প্রতি সেই খবরে ঝড় উঠল নেট মহলে।
310
২০২০-তেই এসেছিল নতুন ছবি করার প্রস্তাব। এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে তিনি জানান, প্রথমটাতে ততটা গুরুত্ব না দিলেও পরবর্তীতে রীতিমত অডিশন দিয়ে জিতে নিয়েছেন এই পাঠ।
সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টের দিয়ে ট্যাগ করেন রুক্মিনীকে। মুহূর্তে তা নজের আসে ভক্তমহলের। ছবির নাম সনক।
610
বলিউডে এই রুক্মিনীর প্রথম কাজ। অভিনেত্রীর কথায় এই নিয়ে খুব একটা বড় কিছু না ভাবলেও কাজের জন্য এটা নিঃসন্দেহে বড় প্রস্তাব।
710
নিজের অভিনয়টা তিনি মন দিয়ে করে থাকেন, এবারও তার ব্যতিক্রম হবে না। প্রযোজক সংস্থা বেশ কয়েকবার রুক্মিনীকে ফলো করে।
810
কোনও আঞ্চলিক ভাষার অভিনেত্রীর দিকে ছিল লক্ষ্য, সেই মর্মেই রুক্মিনীকে বেছে নেওয়া এই অ্যাকশন থ্রিলারের জন্য।
910
রুক্মিনী মৈত্র, টলিউডে একের পর এক ছবিতে ছক্কা মেরে সকলের নজর কেড়ে চলেছিলেন তিনি। অভিনয়গুণে সব সময় প্রশংসিত হয়েছে।
1010
ভোটের সব খবর জানতে ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলার 'www.bangla.asianetnews.com' -এ।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।