শ্যুটিং সেটে নগ্ন দৃশ্যের প্রস্তাব, না বললেন না সইফ, উল্টে পরিচালককে দিলেন কড়া শর্ত

ছবিতে চরিত্রের জন্য একাধিক সাহসী পদক্ষেপ নিতে হয় তারকাদের। কখনও বোল্ড লুক তো কখনও আবার নগ্ন দৃশ্যে শ্যুট। অভিনেত্রীদের ক্ষেত্রে একাধিকবার এই ঘটনা সামনে উঠে এলেও, অভিনেতাদের ক্ষেত্রে তা বিরল নয়। একবার এমনই প্রস্বাত পেয়েছিলেন সইফ আলি খান। 

Jayita Chandra | Published : May 25, 2021 8:19 AM
18
শ্যুটিং সেটে নগ্ন দৃশ্যের প্রস্তাব, না বললেন না সইফ, উল্টে পরিচালককে দিলেন কড়া শর্ত

রণবীর কাপুর থেকে শুরু করে অজয় দেবগণ জন, নগ্ন দৃশ্যে ধরা দিয়েছেন ফ্রেমে। আমির খানের নগ্ন শ্যুট ঝড় তুলেছিল ভক্তমহলে। 

28

একই প্রস্তাব পেয়েছিলেন সইফ আলি খানও। ওমকারা ছবির সেটে এমনই প্রস্তবাব পেয়ে এক কথায় অস্বস্তিতে পড়তে হয়েছিল সইফকে। 

38

তিনি সোজ ভাষায় না না বলে, যা করেছিলেন, তা সকলের কাছে ছিল অবাক করা বিষয়। পাল্টা শর্ত দিয়েছিলেন নবাব পুত্র। 

48

সইফ আলি খানকে যেই মুহূর্তে নগ্ন হতে বলা হয়েছে, তখনই তিনি বিশাল ভরদ্দাজকে জানিয়েছিলেন যে তিনি রাজি। 

58

তবে তাঁর সঙ্গে নগ্ন হতে হতে ছবির পরিচালক, প্রযোজক ও ক্যামেরাম্যানকে। যা খুব সম্ভবত ভাবেই করা সম্ভবপর হয়নি

68

যার ফলে নগ্ন দৃশ্যে শ্যুট করাও সম্ভবপর হয়ে ওঠেনি সইফের। যদিও পরবর্তীতে তিনি তা নিয়ে আক্ষেপ করেছিলেন সইফ। 

78

তিনি জানিয়েছিলেন যে হয়তো তাঁর সেই দৃশ্য শ্যুট করে নেওয়া উচিৎ ছিল। পরবর্তীতে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন সইফ।  

88

জন আব্রাহমকে একবার দেখা যায় এমনই একদৃশ্যে যার উল্লেখ করে সইফ জানান, কেবল মাত্র পিঠের দিক থেকে একটি শ্যুটের কথা ছিল। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos