Kareena-Saif : বিছানায় গিয়ে এটা না করলে ঘুম আসে না করিনার, ফাঁস করে দিলেন সইফ

 সোশ্যাল মিডিয়ায় তারকাদের থ্রো-ব্যাক ভিডিও, ছবি সবসময়েই ভাইরাল। সেই তালিকায় রয়েছে সইফ আলি খান, করিনা কাপুর খান। সম্প্রতি নবাব দম্পত্তির একটি পুরোনা সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। বিছানায় গিয়ে  ঘুমানোর আগেএই কাজটি করেনকরিনা কাপুর, নবাব পত্নীর এই গোপন তথ্যই ফাঁস করেছেন সইফ আলি খান।

Riya Das | Published : Dec 12, 2021 4:12 PM
110
Kareena-Saif :  বিছানায় গিয়ে এটা না করলে ঘুম আসে না করিনার, ফাঁস করে দিলেন সইফ


পতৌদির নবাব সইফ আলি খান এবং নবাব বধূ করিনা কাপুর খান সবসময়েই লাইমলাইটের শিরোনামে থাকেন। তাদের ব্যক্তিগত জীবন  জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।

210

কিছুদিন আগেই ফাঁস হয়েছে করিনার বেডরুম সিক্রেট। যা নিজেই প্রকাশ্যে এনেছিলেন সইফ আলি খান। পর্দাফাঁস হবার পর আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছে বলিউডের স্টাইল আইকন করিনা কাপুরের নাম।

310

'কুরবান' ছবির সময়ে একটি সাক্ষাৎকারে সইফকে প্রশ্ন করা হয়েছিল ঘুমানোর আগে করিনা কাপুর শেষ কোন কাজটা করে থাকেন। এই প্রশ্নের উত্তরেই মজার প্রতিক্রিয়া দিয়েছেন সইফ আলি খান।

410

প্রথমে সইফ বলেছিলেন ঘুমানোর আগে প্রার্থনা করতে পারে। কিন্তু করিনা যখন তাকে টিভি-র ইঙ্গিত দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন ঘুমানোর আগে টিভি দেখেন।
 

510

অবশেষে সইফ আলি খান স্বীকার করে নিয়েছিলেন, করিনা ঘুমানোর আগে কী করে তিনি বলতে পারবেন না। তার এই প্রতিক্রিয়াতেই হেসে উঠেছিলেন করিনা কাপুর। করিনা কাপুর ঘুমানোর আগে বই পড়তে ভালবাসেন।

 


 

610

বলিউডের স্টাইল আইকন করিনা কাপুর এবং নবাব পুত্র সইফ আলি খান  আজ থেকে ঠিক ৮ বছর আগে ২০১২ সালে ১৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বয়সে নিজের চেয়ে বড় ১০ বছরের সইফের সঙ্গে প্রেম থেকে সম্পর্ক বিবাহ সবটাই যেন রাজকীয়।

710

টশন ছবির সেটেই সইফ আলি খানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে করিনার। সেখানেই শুটিং সেট থেকে সময় বার করে তারা দেখা করতেন। ল্যাকমে ফ্যাশন উইকে প্রথমবার করিনা ও সইফকে একসঙ্গে দেখা গিয়েছিল। এবং সেখানেই প্রথম সইফ তাদের ডেটিংয়ের কথা স্বীকার করেছিলেন।

810

বয়স ৪০ পেরিয়েছে,তার উপরে কয়েকদিন আগেই মা হয়েছেন বলিউডের বেবো। ২ সন্তানের মা হয়েও নিজেকে ফিট রেখেছেন করিনা। চোখেমুখে স্পষ্ট বয়সের ছাপ, নো মেক আপের ছবিতেই স্পষ্ট বোঝা যাচ্ছে বয়স বাড়ছে। বরাবরই ফিটনেস ফ্রিক অভিনেত্রী যোগা, জিম ছাড়া যার একমুহূর্ত চলে না ।

910

শেষবারের মতোন করিনাকে 'আংরেজি মিডিয়াম'-এ দেখা গিয়েছিল। এই মুহূর্তে বেশ কয়েকটি সিনেমা রয়েছে তার ঝুলিতে। 'লাল সিং চাড্ডা', 'তখত'-এ দেখা যাবে বলিউডের বেবোকে। অন্যদিকে নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছে সইফ আলি খান।

 

1010

सैफ ने जवाब देते हुए कहा था- रोल प्ले। ये सुनते ही करीना शरमा गईं और उन्होंने कहा था- रियली, हमने इस शो पर लगभग हर सब्जेक्ट पर बात की है, इसलिए ये भी ठीक है। सैफ ने आगे कहा था- अगर आप अपने जीवन में कुछ नया करते रहते हैं, तो एक ताजगी बनी रहती है। ताकि जब आप दिन के आखिर में मिले तो कुछ अलग हो।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos