সিদ্ধার্থর পরিবার সূত্রে জানা গিয়েছে, ব়্যাপার হতে চাইতেন সিদ্ধার্থ শুক্লা। জানা গিয়েছে, একটি ব়্যাপ গানও নাকি গেয়েছিলেন সিদ্ধার্থ। এই প্রথমবার তাকে ছাড়াই জন্মদিন পালন করবে সিদ্ধার্থর পরিবার। এবং আজই প্রকাশিত হবে সিদ্ধার্থের ব়্যাপটি (Sidharth Shukla)।