Sidharth Shukla Birth Anniversary : আজও জীবন্ত সমস্ত স্মৃতি, ৪১-তম জন্মদিনে চিনে নিন অন্য সিদ্ধার্থকে

Published : Dec 12, 2021, 02:01 PM IST

মাত্র ৪০-এই থেমে গেল সিদ্ধার্থ শুক্লার বর্ণময় জীবন। বেঁচে থাকলে আজ ৪১-এ পা দিতেন বলি অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। তবে চলে গিয়েও তিনি জীবন্ত হয়ে রয়েছেন সকলের হৃদয়ে। কারণ মানুষের শরীরের মৃত্যু হয় স্মৃতির নয়।  ২রা সেপ্টেম্বর 'বিগ বস ১৩' র বিজয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যুর খবর নড়িয়ে দিয়েছিল গোটা বলিউড তথা সমস্ত ভক্তদের। চিকিৎসার কোনও সুযোগই দেননি অভিনেতা। সেই শোকে এখনও পাথর তার পরিবার- আত্মীয় স্বজনরা। অভিনয়ের বাইরেও নানান গুন ছিল সিদ্ধার্থর। আজ তার মধ্যে একটি প্রকাশ হতে চলেছে, তবে সিডকে ছাড়াই  জন্মদিনে তার নতুন পরিচিতি প্রকাশ্যে আনতে চলেছেন প্রয়াত অভিনেতার পরিবার।

PREV
110
Sidharth Shukla Birth Anniversary :  আজও জীবন্ত সমস্ত স্মৃতি, ৪১-তম জন্মদিনে চিনে নিন অন্য সিদ্ধার্থকে

২রা সেপ্টেম্বর, বলিউডের কালো দিন। 'বিগ বস ১৩' র বিজয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla)আকস্মিক মৃত্যুর খবর নড়িয়ে দিয়েছিল গোটা বলিউড তথা সমস্ত ভক্তদের। চিকিৎসার কোনও সুযোগই দেননি অভিনেতা। সেই শোক যেন এখনও কাটিয়ে উঠতে পারেননি।

210


বেঁচে থাকলে আজ ৪১-এ পা দিতেন বলি অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। তিনি আর নেই। তবে চলে গিয়েও তিনি জীবন্ত হয়ে রয়েছেন সকলের হৃদয়ে। তাকে ঘিরে সমস্ত স্মৃতি আজও জীবন্ত । মানুষের শরীরের মৃত্যু হয় স্মৃতির নয়, তেমনটাই হয়েছে সিদ্ধার্থর (Sidharth Shukla)।

310

অভিনয়ের বাইরেও নানান গুন ছিল সিদ্ধার্থর, যা অনেকেরই অজানা। জন্মদিনের বিশেষ দিনেই প্রকাশ পেতে চলেছে অভিনেতার নতুন এক পরিচিতি। সিডকে ছাড়াই তার জন্মদিনে নতুন পরিচিতি প্রকাশ্যে আনছেন প্রয়াত অভিনেতার পরিবার (Sidharth Shukla)।

410


সিদ্ধার্থর পরিবার সূত্রে জানা গিয়েছে, ব়্যাপার হতে চাইতেন সিদ্ধার্থ শুক্লা। জানা গিয়েছে, একটি ব়্যাপ গানও নাকি গেয়েছিলেন সিদ্ধার্থ। এই প্রথমবার তাকে ছাড়াই জন্মদিন পালন করবে সিদ্ধার্থর পরিবার। এবং আজই প্রকাশিত হবে সিদ্ধার্থের ব়্যাপটি (Sidharth Shukla)।

510


আরও জানা গিয়েছে এবছরই একটি ব়্যাপ গান গেয়েছিলেন সিদ্ধার্থ। এবং তিনি গাইতে পারেন কিনা তারই পরীক্ষা ছিল এটি। এবং সেই গানের রেকর্ডিং যত্ন করে রেখেছিলেন সিদ্ধার্থর পরিবার (Sidharth Shukla) ।

610

এবার সিডের জন্মদিনের দিন রিলিজ হতে চলেছে সিদ্ধার্থর সেই  ব়্যাপ গান । শোনা গেছে, সিদ্ধার্থর প্রেমিকা শেহনাজের ভাই শেহবাজ নাকি ব়্যাপ গানটির লিরিক্স লিখেছেন। সিদ্ধার্থর জার্নির কথা বলে সেই গান (Sidharth Shukla)। 

710


সিদ্ধার্থর সেই গান মুক্তির জন্যই ইতিমধ্যেই  প্রস্তুতিও নিচ্ছেন শেহনাজ গিল।  এই গানের মধ্য দিয়েই সিদ্ধার্থকে স্মরণ করবেন পরিবার ও প্রিয়জনেরা। সিদ্ধার্থর মৃত্যুতে বড্ড একা হয়ে পড়েছেন শেহনাজ গিল। (Sidharth Shukla)

810

আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন 'বিগ বস ১৩' র বিজয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লা।মুম্বইয়ের কুপার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা (Sidharth Shukla) । হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ সিদ্ধার্থের মৃত্যুতে এখনও শোকের ছায়া বলিউডে।

910

'বিগ বস ১৩' র বিজেতা হওয়ার আগে থেকেই টেলি সিরিয়ালের জনপ্রিয় মুখ ছিলেন সিদ্ধার্থ শুক্লা। তবে'বিগ বস ১৩' তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল। ধারাবাহিকের পাশাপাশি  হিন্দি ছবিতেও অভিনয় করতেন সিদ্ধার্থ। 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া ' ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে (Sidharth Shukla) । 

1010

একতা কাপুরের -এর শো 'ব্রোকেন বাট বিউটিফুল ৩'-এ শেষবারের মতোন দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। কেরিয়ারে প্রেম থেকে বিতর্ক, বর্ণময় জীবন ছিল বিগবসের অ্যাংরি ইয়ং ম্যানের। এমনকী  শেহনাজ গিলের সঙ্গে সম্পর্কের জন্যও শিরোনামে উঠে এসেছিলেন সিদ্ধার্থ। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিনও মুখ খোলেননি সিদ্ধার্থ (Sidharth Shukla)।

click me!

Recommended Stories