দিশা বা শ্রদ্ধা নয়, এবার রোম্যান্সে টাইগার মজবেন সারাতেই, বিটাউনে নয়া চমক

সিনে জগতে নতুন জুটির মজাই আলাদা। একের পর এক স্টারকিডের বলিউড ডেবিউ হওয়ার পর বর্তমানে বিটাউনে নায়িকার সংখ্যা হু-হু করে বেড়েই চলেছে। ফলে কড়া টক্করে সামিল হাজার হাজার নায়িকা। তার মাঝেই নিজেকে প্রমাণ করে স্টানিং লুকে তাক লাগাচ্ছেন সারা আলি খান। 

Jayita Chandra | Published : Feb 9, 2021 4:52 PM / Updated: Feb 09 2021, 04:54 PM IST
19
দিশা বা শ্রদ্ধা নয়, এবার রোম্যান্সে টাইগার মজবেন সারাতেই, বিটাউনে নয়া চমক

সদ্য বাঘি থ্রি ছবির হ্যাংওভার কাটিয়ে উঠেছে ভক্তরা। এই ছবি আগের দুই ছবির জনপ্রিয়তাকে ছাড়িয়ে উঠতে পারেনি। 

29

যদিও রনির দাপটে বক্স অফিসে ভালোই ঝড় উঠেছিল। কখনও দিশা কখনও আবার শ্রদ্ধা। বাঘি সিরিজ ভক্তদের খুব কাছের। 

39

তাই ভক্তদের সেই স্বাদ আবারও দিতে প্রস্তুত টাইগার শ্রফ। মনের মত হয়নি বাঘি থ্রি। তাই বাঘি ৪-এ ভক্তদের মন উজার করে জিততে চায় শ্রফ পুত্র। 

49

তবে এবার পাল্টে গেল অভিনেত্রী। ব্যাক টু ব্যাক বিগ প্রজেক্ট হাতে আসছে সারার। এবার রনির সঙ্গে রোম্যান্সে মাতবেন সারা আলি খান। 

59

সম্প্রতি এক সংবাদ মাধ্যমে এই বেরল এক বিস্তারিত রিপোর্ট। ইতিমধ্যেই সারার হাতে এসেছে একাধিক ছবি। 

69

হিরোপান্তি ২ ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল সারা আলি খানকে। কিন্তু সেই ছবি থেকে সরে যেতে হচ্ছে সারাকে। 

79

সাজিদ নাদিওয়ালা এই নিয়ে মুখ খুলে জানান, যে সারাকে নিয়ে ছবি করার কথা তিনি রাখবেন। হিরোপান্তি ২ ছবিতে সারার বদলে থাকছেন তারা সুতারিয়া। 

89

তাই নাদিওয়ালার পরবর্তী প্রজেক্ট বাঘি ৪-এ থাকতে চলেছেন সারা আলি খান। তাই এবার টাইগারের বিপরীতে নজর কাড়তে চলেছেন সইফ কন্যা। 

99

এই নিয়ে বর্তমানে পুলিশি জেরার মুখে সানি। যদিও প্রকাশ্যে কোনো রকম মন্তব্য করতে নারাজ অভিনেত্রী। তবে বলিউডে এমন ঘটনা নতুন নয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos