দুবাই নয়, সলমন-ক্যাট এবার রোম্যান্সে মাতবেন ইস্তানবুলে, তারই প্রস্তুতি তুঙ্গে

ক্যাটরিনার সঙ্গে সলমন খানের জুটি যতবার পর্দায় এসেছে, ঠিক ততবারই তা দর্শকদের মন জয় করেছে। শেষ এই জুটির করা ছবি হল টাইগার থ্রি। এই ছবির মধ্যে দিয়েই আরও গাঢ় হয়ে ওঠে এই দুইয়ের সম্পর্ক। যার ফলে পরবর্তী প্রজেক্টও এলো ক্যাটের হাতেই। 

Jayita Chandra | Published : Feb 8, 2021 10:25 AM IST / Updated: Feb 08 2021, 03:56 PM IST
19
দুবাই নয়, সলমন-ক্যাট এবার রোম্যান্সে মাতবেন ইস্তানবুলে, তারই প্রস্তুতি তুঙ্গে

ভিকির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ক্যাট, এমনটাই জল্পনা যখন বিটাউনের অন্দরমহলে, ঠিক সেই সময়ের মধ্যেই আবার ক্যাট সলমন জুটি ফিরছে পর্দায়। 

29

সলমন খানের সঙ্গে এবার রোম্যান্সে মাততে ইস্তানবুল সফরে পা বাড়াবেন ক্যাটরিনা। টাইগার সিরিজের এটি হল তৃতীয় ছবি। 

39

একের পর এক ছবির কাজ শেষ করছেন এখন সলমন খান। রাধের কাজ শেষ করার পরই তড়িঘড়ি টাইগারের স্ক্রিপ্টে হাত। 

49

সেই ছবির শ্যুটের জন্য লোকেশন স্থির ছিল দুবাই। কিন্তু সেখানেই করনার জেরে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে। 

59

এই সময়টাই নষ্ট করতে নারাজ সলমন খান। তিনি তড়িঘড়ি পরবর্তী সিডিউলের দিকে নজর দিলেন। যার ফলে এবার গন্তব্য স্থির হল ইস্তানবুল। 

69

সেখানে ইতিমধ্যেই পৌঁচ্ছে গিয়েছে টাইগার থ্রি ছবির টিম। রেইকি করে স্থির করা হচ্ছে, ঠিক কোথায় করা হবে ছবির শ্যুটিং। 

79

সব ঠিক ঠাক স্থাকে শীঘ্রই সেই সিক্যুয়েন্সের শ্যুট শেষ করবেন সলমন খান। এর জন্য শুরু হয়েছে প্রস্তুতিও। 

89

সম্প্রতি সলমন খান একজন ট্রেনারকে নিযুক্ত করেছেন, যে সলমন খানকে পার্ফেক্ট ফিগার ও লুক আনতে সাহায্য করবেন। 

99

এই ছবির পরিচালনাতে রয়েছেন, মনীশ শর্মা ও ছবির প্রযোজনাতে রয়েছেন আদিত্য চোপড়া। শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং। 

Share this Photo Gallery
click me!

Latest Videos