১০০ নয়, ২০ হাজার গুণ পারিশ্রমিক বেড়েছে সলমনের, প্রথম ছবি করেছিলেন কত টাকায়

Published : Aug 03, 2020, 08:33 PM IST

সলমন খান মানেই বলিউডে বক্স অফিসে ঝড়। প্রথম দিনের শুরুতেই ছক্কা হাঁকিয়ে পর্দায় পা রাখেন ভাইজান। তাই সেই তারকাকে নিয়ে ছবি করতে গেলে পারিশ্রমিকের কথাটাও মাথায় রাখা প্রয়োজন। তবে শুরুতেই সলমনের পারিশ্রমিক ছিল ২০ জাহার গুণ কম। 

PREV
18
১০০ নয়, ২০ হাজার গুণ পারিশ্রমিক বেড়েছে সলমনের, প্রথম ছবি করেছিলেন কত টাকায়

বলিউডে তিন খানের দাপট পর্দায় কতটা প্রভাব ফেলে তা এক কথায় সকলেরই জানা। তবে বক্স অফিসের নিরিখে যদি তুলনা করা হয় তবে সকলকে ছাপিয়ে যায় সলমন খান। 

28

কোনও উৎসবের মরসুম মানেই ভাইজানের ছবির মুক্তি। ইদ থেকে শুরু করে দিওয়ালি, বড় দিন, ক্যালেন্ডারে থাকা বিশেষ বিশেষ দিনেই ছবির মুক্তি। 

38

প্রথম দিনই প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়। সলমনের ছবিই একমাত্র ভাঙতে পারে প্রথম নিদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। নিজের ছবিকেই নিজে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নতুন নতুন চরিত্রে পর্দায় উপস্থিত হন ভাইজান।

48

তবে প্রতিবারই যে সেই সমীকরণ সফল হয় এমনটা নয়। বেশ কয়েকটি ছবি রয়েছে, যা আশানুরূপ ফল করতে সক্ষম হয় না। 

58

বর্তমানে সলমন খান একটি ছবি করতে নিয়ে থাকেন ৬০ কোটি টাকা। তবে শুরুতে সলমন খান একটি ছবির জন্য নিয়ে থাকতেন এর থেকে ২০ হাজার গুণ কম টাকা। 

68

প্রথম সিনেমা ম্যানে পেয়ার কিয়া করতে সলমন খান নিয়েছিলেন ৩১ হাজার টাকা। সেখান থেকেই বলিউডের সফর শুরু। 

78

সম্প্রতি বেশ কয়েকটি ছবি রয়েছে সলমন খানের পাইপ লাইনে। যার কাজ শুরু হবে শীঘ্রই। বর্তমানে বিগ বসের শ্যুটিং নিয়ে ব্যস্ত ভাইজান। 

88

আগামী বছরই মুক্তি পাবে রাধে। সলমন খানের ছবি চলতি বছরের মুক্তি নেই। তাই ভক্তদের চোখ এখন ২০২১-এর উৎসবের মরসুমে। 

click me!

Recommended Stories