ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন খান। অভিনেতাকে বিয়ে করাই ছিল জীবনের মূল লক্ষ্য। এবং সেই কারণেই সূদূর পাকিস্তান থেকে ভারতে চলে আসেন সোমি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না অভিনেত্রীর। দীর্ঘ ৮ বছরের সম্পর্ক নাকি ঐশ্বর্যর জন্য ভেঙে গিয়েছিল। পুরোনো সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির।