সলমন থেকে হেলেন, গণেশ বন্দনায় মাতল গোটা খান পরিবার, আরতির ভিডিও ভাইরাল

২০২০ সালের গণেশ পুজোর ছবিটা বেশ খানিকটা ভিন্ন। চলতি বছর করোনার কোপে কোনও জমায়েতই সম্ভব নয়, তাই গণেশ পুজো এবার কোনও মতে সারলেন সেলেব মহল। পিরতিবছরের মত থাকল না কোনও বড় আয়োজন। 

 

 

Jayita Chandra | Published : Aug 23, 2020 10:10 AM IST
18
সলমন থেকে হেলেন, গণেশ বন্দনায় মাতল গোটা খান পরিবার, আরতির ভিডিও ভাইরাল

অর্পিতার বাড়িতে গণেশ পুজোয় সামিল গোটা খান পরিবার। সলমন খান সকলের সঙ্গেই হাজির হলেন অর্পিতার বাড়িতে।

28

সেখানেই গণেশ পুজোর আয়োজন করা হয়। ছোট উৎসব। থাকল না কোনও বাইরের অতিথি। পরিবারের সকলে মিলেই গণেশ বন্দনা। 

38

২০২০ সালে করোনার জেরে চেনা ছবি ধরা পড়ল না বি-টাউনে। সেলেব মহলে গণেশ পুজো নিয়ে যে প্রতিবছর থাকে উত্তেজনা, তা চলতি বছরে স্থগিত। 

48

তাই সুরক্ষার কথা মাথায় রেখেই ছোট করে পুজো করলেন অর্পিতা। সেখানেই ক্ষুদেদের খানিক আনন্দ। অর্পিতার বাড়ি থেকে ছড়িয়ে পড়ল ভিডিও। 

58

সন্ধ্যা আরতিতে দেখা গেল সলমন খান, আরবাজ খান, হেলেন সহ আরও অনেককেই। আরতি করলেন সেলিমও। 

68

লকডাউনের পর এই প্রথম গোটা খান পরিবার একসঙ্গে। দীর্ঘদিন ধরে নিজের ফার্ম হাউসে আটকে ছিলেন সলমন খান। 

78

বর্তমানে সেই পরিস্থিতি জটিল হলেও বাড়িতে সকলেই ফিরতে পেড়েছেন। তাই এবার পরিবারের সঙ্গে একযোগে গণেশ চতুর্থী ঘরোয়াভাবে পালন করা হল। 

88

সলমন খান এখন ব্যস্ত রয়েছেন বিগ বসের শ্যুটিং-এর কাজ নিয়ে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তাঁর একাধিক প্রোমো। 

Share this Photo Gallery
click me!

Latest Videos