কপিল শর্মা শো-তে এসে তিনি জানান, ফার্মিং-এ কার্ডিও থেকে শরীরচর্তা সব হয়, মাঝখান থেকে মাথায় থেকে যায় যে, একটা কোনও উদ্দেশ্যে এই পরিশ্রম করা হচ্ছে, গাছ লাগানো, ফল তৈরি, দিনের শেষে মনে হয় কিছু করলাম, আর ঠিল সেই কারণেই ভাইজানের কাছে তাঁর ফার্মহাউস এতো প্রিয়।