'তুমি এমন গান গাও যে সকলেই ঝিমিয়ে পরে', অরিজিৎকে প্রকাশ্যে তোপ সলমনের কেন

সলমন খান বরাবরই মুখে যা আসে তাই বলে থাকেন। বলিউডের ভাইয়ের মুখে মুখে কথা বলার সাহস সচারচর কেউ দেখায় না। কিন্তু সলমন ইদানিং কম বেশি নিজের রাগ খুব একটা চেপে রাখতে পারেন না। এই নিয়ে একাধিকবার বিতর্কের জড়িয়ে পড়েন ভাইজান। কখনও ফোন কেড়ে, কখনও আবার সাংবাদিকদের ওপর রাগ দেখিয়ে... তবে অরিজিৎ সিং-এর সঙ্গে বিষয়টা ছিল পুরোটাই তাৎক্ষণিক...

Jayita Chandra | Published : Nov 11, 2020 9:10 AM IST
18
'তুমি এমন গান গাও যে সকলেই ঝিমিয়ে পরে', অরিজিৎকে প্রকাশ্যে তোপ সলমনের কেন

সলমন খানের সঙ্গে টক্কর খুব মানুষই নিয়ে থাকেন। তবে তা নিয়ে খুব একটা মাথা ব্যাথা নেই অরিজিতের। 

28

তা প্রমাণ হয়েছিল ফিল্ম ফেয়ারের স্টেজেতেই। যেখানে প্রথম অরিজিৎ সিং পুরষ্কার পান ও তাঁকে ডেকে পাঠান সলমন। 

38

অনুষ্ঠানের সঞ্চালনার ভার ছিল সলমন খানের কাঁধে। তিনি ডেকে নিয়েছিলেন অরিজিৎকে। কিন্তু অরিজিৎ-এর সেখানে পৌঁচ্ছতে দেরি হয়ে গিয়েছিল।

48

সলমন জানতে চাইলে অরিজিৎ সপাট উত্তর দিয়েছিলেন, আপনি এমন সঞ্চালনা করছেন, যে সকলেই ঘুমিয়ে পড়ছেন। 

58

সলমনও পাল্টা উত্তর ছুঁড়ে দিয়ে জানান, তুমি গানই এমন গাও যে মানুষ ঘুমিয়ে পড়তে বাধ্য। কিন্তু তাতে বিন্দু মাত্র বিচলিত হননি অরিজিৎ। 

68

এরপর থেকেই অরিজিৎ ও সলমনের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ পাল্টে যেতে থাকে। তাঁদের একসঙ্গে কাজ করতে খুব কমই দেখা যায়।

78

কিন্তু তারপর থেকে অরিজিৎকে আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট দিয়ে গিয়েছেন তিনি। আর সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল নেটদুনিয়ায়। 

88

অরিজিৎ ভক্তরা রীতিমত ফুঁসছিলেন সলমন খানের ওপর। আজও এই স্টার জুটির সমীকরণ প্রকাশ্যে স্বাভাবিক হয়নি বলেই বিটাউনের গুঞ্জন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos