বাবার গাড়ি-বাড়ি-সম্পত্তি নয়, হাওয়াই চটিতেই নজর ছিল সলমনের, ভাইজানের কোন গোপন ফাণ্ডা ফাঁস

সাধারণের জীবনে নানা ছোট বড় গল্প থাকে, যা কখনও না কখনও সকলের জীবনেই ঘটেছে, এক কথায় বলতে গেলে তার ভীষণ রকমের মিল। যেমন বন্ধুদের টিফিন চুরি করা হোক, বা ছেঁড়া হাওয়াই চটি  ব্যবহার করা। তবে ভাইজানের ক্ষেত্রে এই গল্পগুলির মধ্যে সাদৃশ্য খুঁজে পাওয়াটা মুশকিল, এমনটা সকলে ভাবলেও এটা সত্যি নয় মোটেও, খোদ জানালেন সলমন। 

Jayita Chandra | Published : Apr 16, 2021 10:24 AM
18
বাবার গাড়ি-বাড়ি-সম্পত্তি নয়, হাওয়াই চটিতেই নজর ছিল সলমনের, ভাইজানের কোন গোপন ফাণ্ডা ফাঁস

সলমন খান বলে কথা। তাঁর জীবনে হাওয়াই চটির গল্প থাকার কি কথা! মোটেও না, এক বাক্যে সকলেই বলে দেবে। 

28

কিন্তু সলমন খান মোটেও এমনটা বললেন না। উল্টে তিনি সাফ জানালেন, হাওয়াই চটির সঙ্গে তাঁর এক মস্ত গল্প জড়িয়ে। 

38

হাওয়া চটি পরতে তাঁর  বেশ ভালোলাগে। কিন্তু সেটা নিজের নয়। বাবার বাথরুমের সামনে রাখা নরম চটি। 

48

সেটাতেই নজর ছিল ভাইজানের। মাঝে মধ্যেই সেটা পায়ে গলিয়ে পালিয়ে যেতেন তিনি। 

58

না, এটা  শুধু ছোটবেলার গল্প নয়। বড় হয়েও তিনি এমনটাই করে থাকেন বলেও জানান সলমন। 

68

আর কিছুক্ষণের মধ্যেই শোনা যেত বাজখাই গলা,বাবা ডেকে উঠতেন, সলমন চটি কোথায়!

78

একই ঘটনা প্রতিদিন ঘয়টতে থাকত, তবুও সলমন সেই অভ্যাস ছাড়তে পারেনি। কারণ এই চটির কমফোর্টই আলাদা। 

88

কপিল শর্মা-র শো-তে এসে এমনটাই জানালেন সলমন খান। মুহূর্তে যে আড্ডার আসর উঠেছিল জমে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos