ছবি মুক্তির আগে কীভাবে সলমন খান নিজের অনুমান ও বিশ্বাসকে কাজে লাগিয়ে থাকেন,সলমন খানের কথায়, - একটা ছবির স্ক্রিপ্ট দেখলেই তাঁর ধারণা হয়ে যায় সেই ছবি নিয়ে। গত কয়েক বছর প্রচুর অ্যাকশন সিনেমা করেছেন তিনি, অনেক কমার্শিয়াল ড্রামাও করেছেন, সব কিন্তু হাউসফুল।