একই পাত্রে বাথরুম-স্নান-চা, কেমন ছিল সলমন খানের জেলে থাকার দিনগুলো
১৯৯৮ সালে হাম সাত সাত হ্যায় ছবির শ্যুটিং-এ গিয়ে দুই কৃষ্ণসার হরিণকে শিকার করেছিলেন সলমন খান। জয়পুরে শ্যুটিং চলাকালিন ঘটে এই বিপত্তি। যার সাজা হিসেবে পাঁচ বছরের জেল হয়েছিল সলমন খানের। যদিও বর্তমানে তিনি বেলে রয়েছেন।