সলমন খান আর ঐশ্বর্য রাই বচ্চনের প্রেম কাহিনির কথা সকলেরই জানা। কিন্তু এই সম্পর্কের পেছনে থাকা তিক্ততার খবর হয়তো অনেকেরই জানা নেই। কেন ঘটেছিল সলমন খান ও ঐশ্বর্য রাইয়ের সম্পর্কে ভাঙন! এর জন্য দায়ী একাধিক কারণ, যার মধ্যে অন্যতম হল, সকলের সামনেই ঐশ্বর্যর গায়ে হাত তোলা।