Hug Day Special- অভিষেক থেকে শাহরুখ, সলমনের এই স্পেশ্যাল Hug মুহূর্তে খবরের শিরোনামে ওঠে

Published : Feb 12, 2021, 12:57 PM IST

সলমন খানের নাামের সঙ্গে জড়িয়ে বলিউডের একাধিক বিতর্কিত অধ্যায়। মাঝে মধ্যেই তিনি নানা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। আর একবার সলমন মুখ ফেরালে তাঁকে ক্ষমা করা সলমনের ধাতে সয় না। তবে এর ব্যতিক্রমও রয়েছে বটে। 

PREV
17
Hug Day Special- অভিষেক থেকে শাহরুখ, সলমনের এই স্পেশ্যাল Hug  মুহূর্তে খবরের শিরোনামে ওঠে

সলমন খানের সঙ্গে সঙ্গে অধিকাংশ তারকাই খুব সহজে বচসাতে জড়িয়ে পড়ে। সেই তালিকাতে রয়েছেন বিবেক থেকে শুরু করে শাহরুখ। 

27

ঐশ্বর্যের সঙ্গে যখন সলমন খানের বিচ্ছেদ হয়, তখন ঐশ্বর্যের পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ খান। সেখান থেকে বচসা শুরু। 

37

২০১৪ সালে, সলমন খান প্রকাশ্যে সলমন খানকে জড়িয়ে ধরেছিলেন। মুহূর্তে সেই ভিডিও হয়ে উঠেছিল ভাইরাল। 

47

ঐশ্বর্যের সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্ক হওয়ার পর নানা ভাবে অভিষেককে অপমান করেছিলেন সলমন খান। একটা সময়ের পর সলমন খান সবটাই ভুলতে চান। 

57

২০১৪ সালে অভিষেক বচ্চনকে এক অনুষ্ঠানে জড়িয়ে ধরেছিলেন সলমন খান। সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

67

সলমন খানও বিবেক ওবরয়, ঐশ্বর্যের সঙ্গে সম্পর্কে থাকার দরুণ সলমন খান রেগে ফায়ার ছিলেন বিবেকের ওপর। 

77

তবে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সলমন খান বিবেককে অভিনন্দন জানাতে তাঁকে জড়িয়ে ধরেন। সেই মুহূর্তও হয়েছিল ফ্রেমবন্দি। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories