প্রাণের ঝুঁকি নিয়েও কী কী প্রতিকূলতার মুখে পড়তে হয় সৈনিকদের, নৌবাহিনীর গল্প শুনে হতবাক সলমন

ভারতীয় নৌবাহিনীর সঙ্গে গোটা একটা দিন কাটালেন বলিউড অভিনেতা সলমন খান। হঠাৎ করেই  বিশাখাপত্তনমের ভারতীয় নৌ-প্রতিরক্ষা বাহিনীর ক্যাম্পে হাজির হলেন বলিউডের ভাইজান। এবং সেখানে হাজির হয়ে বীর যোদ্ধাদের সঙ্গে সময় কাটালেন  সলমন খান। জাহাজের সমস্ত অংশ ঘুরে ঘুরে দেখেন অভিনেতা। যুদ্ধজাহাজের মধ্যে সৈনিকরা কীভাবে থাকেন,কীভাবে রান্না হয়, তাদের খাদ্যতালিকায় নিয়মিত কী থাকে, কোন কোন প্রতিকূলতার মধ্যে তাদেরকে পড়তে হয় সমস্তটাই তাদের থেকে শোনেন ভাইজান। 

Riya Das | Published : Aug 11, 2022 9:23 AM IST
110
প্রাণের ঝুঁকি নিয়েও কী কী প্রতিকূলতার মুখে পড়তে হয় সৈনিকদের, নৌবাহিনীর গল্প শুনে হতবাক সলমন

ভারতীয় নৌবাহিনীর সঙ্গে গোটা একটা দিন কাটালেন বলিউড অভিনেতা সলমন খান।  হঠাৎ করেই  বিশাখাপত্তনমের ভারতীয় নৌ-প্রতিরক্ষা বাহিনীর ক্যাম্পে হাজির হলেন বলিউডের ভাইজান। এবং সেখানে হাজির হয়ে বীর যোদ্ধাদের সঙ্গে সময় কাটালেন  সলমন খান।

210

ভারতের যতগুলি ডেসট্রয়ার রয়েছে তার মধ্যে সবচেয় উন্নতমানের ডেসট্রয়ারগুলির মধ্যে একটি রয়েছে বিশাখাপত্তনমে। ডেসট্রয়ার হল দ্রুতগামী যুদ্ধজাহাজ। নৌবাহিনীর পরিভাষায় যাকে যুদ্ধজাহাজ বলা হয়।  বিশাখাপত্তনমের যুদ্ধজাহাজটি ১৬৪ মিটার লম্বা এবং এর ওজন  ৭৫০০ টন। বিশাখাপত্তনমের ডেসট্রয়ারে এদিন পৌঁছে গেছিলেন সলমন খান। 

310

নৌবাহিনীর সকলের সঙ্গে বেশ অনেকক্ষণ সময় কাটান সলমন খান। জাহাজের সমস্ত অংশ ঘুরে ঘুরে দেখেন অভিনেতা। যুদ্ধজাহাজের মধ্যে সৈনিকরা কীভাবে থাকেন,কীভাবে রান্না হয়, তাদের খাদ্যতালিকায় নিয়মিত কী থাকে, কোন কোন প্রতিকূলতার মধ্যে তাদেরকে পড়তে হয় সমস্তটাই তাদের থেকে শোনেন ভাইজান। তবে গল্প করতে করতে সৈনিকদের রান্নাতেও হাত লাগান ভাইজান। 

410

সাদা রঙের শার্ট, সেনাবাহিনীর টুপি পরে দেখা গেছে ভাইজানকে।  সেনাবাহিনীর সমস্ত যোদ্ধারা  দিনের পর দিন মানুষদের ছেড়ে দূরে থাকেন, পরিবার-স্ত্রী-সন্তান সকলকে ছেড়ে থাকার সেই কাহিনি শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন ভাইজান। তবে তিনি কতটা ফিটনেস ফ্রিক, তা সকলেরই জানা।  জাহাজে গিয়েও নিজের শরীরচর্চার খামতি রাখেননি ভাইজান। জাহাজের মধ্যেই ব্যায়াম করার জন্য যে জায়গা রয়েছে , সেখানে গিয়ে দৈনিকদের সঙ্গে শরীরচর্চাও করেন সলমন খান। 

510

সারা দিন রান্না, গল্প, হাসি-মজা করে একটু অন্যরকম ভাবে দিনটা কাটান সলমন খান। আর প্রিয় তারকাকে কাছে পেয়ে খুশি যোদ্ধারা। প্রতিদিনের একঘেয়েমি যেন নিমেষে অন্যরকম হয়ে গেছে সলমনের আগমনে। এবং জাহাজের মধ্যেই পতাকা উত্তোলন করেন সলমন খান। 
 

610

ভারতীয় নৌবাহিনীর সঙ্গে গোটা একটা দিন কাটালেন বলিউড অভিনেতা সলমন খান।   সৈনিকরাও সমস্ত ক্লান্তি ভুলে আনন্দ করে একটা গোটা দিন কাটালেন ভাইজানের সঙ্গে। সলমন নিজের নামও যোদ্ধাদের টুপিতে লিখে দেন। 

710

অন্যদিকে সর্বদাই খবরের শিরোনামে থাকেন সলমন খান। তবে ভাইজানকে নিয়ে এখন প্রতিটা মুহূর্তে চিন্তায় রয়েছেন ভক্তরা। কারণটা সকলেরই জানা। যে কোনও সময়েই খুন হয়ে যেত পারেন সলমন খান। দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করে খুন করার চেষ্টা চলছে বলিউডের ভাইজানকে। সপ্তাখানেক আগেই বন্দুকের জন্য লাইসেন্সের আবেদন করেছিল সলমন খান। শেষমেষ নিরাপত্তার খাতিরে লাইসেন্স এল ভাইজানের হাতে।

810

 সমস্ত নথি খতিয়ে দেখার পরই তা তুলে দেওয়া হয়েছে ভাইজানের কাছে। প্রাণনাশের হুমকি পাওয়ার পরই ভাইজানকে নিয়ে চিন্তা বাড়ছিল। এবার বন্দুক নিয়েই ঘুরবেন সলমন খান। সূত্রের খবর প্রতিনিয়ত খুনের হুমকি পাওয়ার পর থেকেই অনেক কিছুরই ভোলবদল করে নিয়েছেন সলমন খান। 

910

নিজের টয়োটা ল্যান্ড ক্রজার গাড়িটির ভোলবদল করিয়েছেন সলমন খান। বাইরে থেকে দেখা না গেলেও গাড়িতে নতুন বুলেটপ্রুফ কাঁচ লাগান সলমন খান। ভাইজানের ঘনিষ্ঠ সূত্র বলেছে, খুনের হুমকি পেতেই এবার নড়েচড়ে বসেছেন সলমন খান। কিন্তু টয়োটা ল্যান্ড ক্রজার গাড়িটি পুরোনো মডেলের হলেও তাতে যে বুলেটপ্রুফ কাঁচ লাগিয়েছেন তার দাম শুনলে আঁতকে যাবেন। নতুন এই কাঁচ বসাতে সলমনের খরচ হয়েছে ১.৫ কোটি টাকা।

1010

উল্লেখ্য, ২০১৮ সালে ভাইজানকে খুনের হুমকি দিয়েছিলেন সিধু মুসেওয়ালা খুনের অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স। সিধুর মৃত্যুর পর থেকে তাই আর কোনও ঝুঁকি নিতে চাইছেন না মুম্বই পুলিশ। এই কারণেই রাতারাতি সলমনের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos