বাথরুমের নোংরা মগ দিয়েই চা খাওয়া থেকে স্নান, জেলের দিনগুলি কীভাবে কাটিয়েছিলেন সলমন

বলিউডের মোস্ট ব্যাচেলর হিরোর নাম বলতে গেলে সবার প্রথমেই রয়েছে সলমন খান। একাধিক সম্পর্ক থেকে বিচ্ছেদ সবেতেই যেন তিনি শীর্ষে রয়েছেন। বি-টাউনের মোস্ট পপুলার  লাভারবয়ের প্রেমে হাবুডুবু খেয়েছেন তাবড় তাবড় অভিনেত্রীরাও। কেরিয়ার যখন মধ্যগগণে,তখনই অপরাধের কারণে জেলে যেতে হয়েছিল সলমনকে। কারাগারে থাকাকালীন কীভাবে সময় কাটাতেন সলমন, জানলে অবাক হবেন।
 

Riya Das | Published : Oct 22, 2020 7:46 AM IST / Updated: Oct 22 2020, 01:44 PM IST
18
বাথরুমের নোংরা মগ দিয়েই চা খাওয়া থেকে স্নান, জেলের দিনগুলি কীভাবে কাটিয়েছিলেন সলমন


সম্পর্ক, বিচ্ছেদ-সব বিষয়েই পেজ থ্রি-র শিরোনামে বচ্চন বধূ। নিজের ব্যক্তিগত জীবন মিডিয়া এবং জনসাধারণের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও তাতে ব্যর্থ হয়েছেন।

28


সালটা ১৯৯৯, হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সলমনের বিরুদ্ধে। 

38


কৃষ্ণসার হরিণ হত্যার মামলায় সলমনকে পাঁচ বছরের কারাদন্ড দেওয়া হয়েছিল। তিনি এখনও জামিনে রয়েছে। ,

48


সম্প্রতি পুরোনো একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে জেলের আসামীদের সঙ্গে বন্দীদশার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন ভাইজান।

58


জেলে থাকাকালীন কীভাবে সময় কাটিয়েছিলেন সলমন তা জানতেই  অনেকেই মুখিয়ে ছিলেন।  সলমনকে প্রশ্ন করা হলেও মজার করে তিনি বলেছিলেন, অনেক মজাই ছিলেন।

68

পরে কারাগারে কাটানোর অভিজ্ঞতা শেয়ার করে সলমন বলেছিলেন, বাথরুমে ব্যবহার করা নোংরা মগেই চা খাওয়া থেকে স্নান সবটাই করতে হয়েছিল তাকে।

78

এক-একটি ঘরে নয়-দশ জন লোক ছিল। একটি বাথরম ছিল। এবং সকালের চা খাওয়া থেকে,  দুপুরের খাওয়া,  স্নান, টয়লেট সবকিছুই ওই একটা মগেই করতে হতো।

88


কারাগারে থাকাকালীনও তিনি নিয়মিত শরীরচর্চা চালিয়ে গেছেন। তাও দিনে  একবার নয়, দুবার নিয়ম করে ব্যায়াম করতেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos