বয়ান রেকর্ড করে থানার বাইরে সুশান্তের নায়িকা, কোনও উত্তর না দিয়েই চলে গেলেন সঞ্জনা

সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'র সহঅভিনেত্রী সঞ্জনা সাংঘিকে দেখা গেল থানার বাইরে। নিজের বয়ান রেকর্ড করতে গিয়েছিলেন। সেখানেই তাঁকে পাপারাৎজীর ক্যামেরায় ধরা গিয়েছে। তাঁকে কোনও প্রশ্ন করা হলেও কোনও উত্তর না দিয়েই গাডডিতে উঠে যান সঞ্জনা। এ মাসের ১৪ তারিখ সুশান্তের মৃত্যুর খবরে তোলপাড় হয়ে যায় নেটদুনিয়া। তাঁর এই শেষ ছবি দিল বেচারা নিয়ে সকলের উৎসাহ তুঙ্গে। আগামী মাসের ২৪ তারিখ মুক্তি পেতে চলেছে ছবিটি। ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তির কারণে ক্ষোভ উগরে দিয়েছে নেটিজেনরা। 

Adrika Das | Published : Jun 30, 2020 5:08 PM IST
110
বয়ান রেকর্ড করে থানার বাইরে সুশান্তের নায়িকা, কোনও উত্তর না দিয়েই চলে গেলেন সঞ্জনা

সুশান্তের মৃত্যুর পর থেকে বলিউড, স্বজনপোষণ, অন্যায় ভাবে ছবি থেকে সরিয়ে দেওয়া প্রভৃতি বহু দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে অগণিত সাইবারবাসীরা। 

210

শেষ ছবি প্রেক্ষাগৃহে যেন মুক্তি পায়, এই আশাই ছিল ভক্ত সহ দেশবাসীর। লকডাউনের কারণে বন্ধ হয়ে গিয়েছিল প্রেক্ষাগৃহ। বলিউড ছবির মুক্তি সম্প্রতি শুরু হয়েছে অনলাইনে। 

310

কখনও হটস্টার, কখনও অ্যামাজন, কখনও নেটফ্লিক্স। ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তি নিয়ে যদিও বিরোধিতা করেছিলেন বলিউডের প্রযোজক-পরিচালকরা। গুলাবো সিতাবো, বুলবুল, অনলাইনে মুক্তি পাওয়ার পর অক্ষয় কুমারের বহু প্রতিক্ষিত ছবি লক্ষ্মী বম্বও মুক্তি পাবে ওটিটি-তে।

410

সুশান্তের মৃত্যুর পর তাঁর শেষ ছবি 'দিল বেচারা' অনলাইনে মুক্তি পাবে, এই আশঙ্কা করে সপ্তাহখানেক আগেই প্রতিবাদ শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সুশান্তের শেষ ছবি প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে তা সে যতই দেরি হোক না কেন। 

510

সম্প্রতি জানা গিয়েছে, হটস্টারে আগামী মাসের ২৪ তারিখ মুক্তি পাবে দিল বেচারা। এই ঘোষণার পর থেকেই প্রতিবাদের ঝড়ের গতি যেন ক্রমশ বেড়েই চলেছে। 

610

নেটিজেনের দাবি, "সুশান্ত আর নেই, তাঁর শেষ ছবি কি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল না। এতটুকু কি সুশান্তের জন্য করা যেত না। প্রেক্ষাগৃহে শেষ ছবি মুক্তি পাওয়ার যোগ্যতা তাঁর ছবির ছিল।"

710

কবীর সিং, বাজিরাও মস্তানি, গোলিও কি রাসলীলা রামলীলা, হাফ গার্লফ্রেন্ডের মত বড় বাজেটের ছবিগুলি হাতছাড়া হয়েছিল সুশান্তের। সূত্রের খবর, হাতছাড়া হওয়ার কারণ ছিল বলিউডের অরাজকতা।

810

রণবীর সিং, শাহিদ কাপুর, অর্জুন কাপুর, এঁরা কেউই বি-টাউনের আউটসাইডার নয়। রণবীর সিং সোনম কাপুর এবং অর্জুন কাপুরের এক রকমের ভাই। অন্যদিকে পঙ্কজ কাপুরের ছেলে শাহিদ।

910

সুশান্তের অভিনয় দক্ষতা থাকলেও এই ছবিগুলি তাঁর হাতছাড়া হয় বলিউডের অরাজকতার কারণে। এমনটাই বিশ্বাস করে জনা কয়েক তারকা সহ নেটিজেনরা। 

1010

দিল বেচারা অন বিগস্ক্রিনের হ্যাশট্যাগে ট্রেন্ড এসে গিয়েছে ট্যুইটারে। এই হ্যাশট্যাগের সাহায্যেই প্রতিবাদ করে চলেছে সুশান্ত ভক্তরা। অনলাইন মুক্তি হতে দেবে না তারা। এমনই দাবি তারা জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos