২০০৫ সাল, মুক্তি পেয়েছিল সঞ্জয়লীলা বনসালি (Sanjay Leela Bhansali) পরিচালিত ছবি ব্ল্যাক (Black), তখন রানি মুখোপাধ্যায়ের (Rani Mukherjee) জুনিয়ার চরিত্রের জন্য চাইল্ড আর্টিস্ট খোঁজা চলছিল, তখনই পৌঁছে গিয়েছিলেন আলিয়া ভাট (Alia Bhatt), অডিশন দিয়েছিলেন, কিন্তু সেই চরিত্রের জন্য তাকে পছন্দ করেননি পরিচালক। মন ভেঙেছিল আলিয়ার।