Published : Jul 30, 2021, 09:13 AM ISTUpdated : Jul 30, 2021, 09:40 AM IST
সারা আলি খান, সময়ের সঙ্গে সঙ্গে বলিউডে নিজেকে যোগ্য করে তুলতে সিদ্ধহস্ত এই অভিনেত্রী। এক কথায় বলতে গেলে পরিবারের সকলেই অভিনয় পেশার সঙ্গে যুক্ত। তিন বরাবরই সালের ইচ্ছে ছিল তিনিও একটি বিশেষ কিছুই করবেন। বাধা হয়ে দাঁড়িয়েছিল তার শরীরের গরণ। আর আজ সে সব অতীত।
একসময় 90 কেজি উপরে শরীরের ওজন ছিল সারার। তবে হঠাৎ একদিন তিনি ঠিক করে বসেন অভিনয় জগতে পা রাখবেন। সেখান থেকেই শুরু হয়েছিল লড়াই। নিজেকে পাল্টে ফেলার সংকল্প।
210
খুব একটা বেশি দিন না নিসার আলী খান। মাত্র এক বছরের মধ্যেই শরীরের যাবতীয় মেয়েদের ঝরিয়ে সকলকে তাক লাগিয়ে ছিলেন তিনি। বোল্ড লুক কাকে বলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সাইফকন্যা। তারপরই বলিউডে ঘটে হাতে খড়ি।
310
এক সাক্ষাৎকারে সারা আলি খান নিজেই জানিয়েছিলেন তারওপর অভিনয় নিয়ে বরাবরই অতিরিক্ত চাপ কাজ করতো। কারণ একটাই, ঠাকুমা থেকে বাবা মা সৎ মা সকলেই এই প্রফেশনে সাফল্য অর্জন করেছে।
410
তাই সারা চাইতেন নিজেকে প্রতিষ্ঠিত করতে। তবে সেই সফর তার খুব একটা জটিল হয়ে ওঠেনি। প্রথম ছবিতেই সকলকে অভিনয়গুণে তাক লাগিয়ে ছিলেন তিনি। প্রমাণ করেছিলেন তাঁর রক্তে অভিনয়। কেদারনাথের হাত ধরেই অভিনয়ে জগতে পা রাখা।
510
এরপর একে একে ছবি করে সারা বলিউডে বর্তমানে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছে। তবে সব থেকে বেশি অদ্ভুত লাগে তাহল ফিগার। দিনে দিনে যেন আরো সুন্দর হয়ে উঠছেন সাইফকন্যা। ফেটে পড়ছে সৌন্দর্য।
610
সদ্য নেট দুনিয়ায় কালো বিকিনি পড়ে ছবি শেয়ার করলেন তিনি। মুহূর্তে তা হয়ে উঠল ভাইরাল। সারার লুক ঝড় তুললো ভক্ত হলে। হাই থাই সঙ্গে বিকিনিতে পারফেক্ট ফিগার ধরা পরল ফ্রেমে। মুহূর্তে তা নজর কাড়ে সকলের।
710
সাদাকালো ফ্রেমে হোক বা সমুদ্র সৈকতে বিকিনিতে যেন এক কথায় পারফেক্ট সারা। আর তার প্রমাণ মিলছে বারে বারে। একাধিক পদে একাধিক কায়দায় ছবি তুলে ছাড়া আবারো প্রমাণ করলেন বলিউডের করা টক্কর দিতে তিনি প্রস্তুত।
810
সারা আলি খানের হাতে এখন একের পর এক ছবির প্রজেক্ট। একাধিক ছবির কাজ চলছে পুরোদমে। ভিডিও বলিউডে পা রাখার পর থেকে একাধিক কারণে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে সারা। সম্পর্কই হোক বা মাদক কান্ড, স্যারের বই স্টেটমেন্ট কখনোই তাকে পিছিয়ে দেয়নি।
910
সারা আলি খান বরাবরই বলে এসেছেন তার প্রতিটা পদক্ষেপে বলিউডে খুব গুরুত্বপূর্ণ। কোন সুযোগই তিনি হাতছাড়া করতে চাননি। তাই কেরিয়ারের সঙ্গে কোনমতেই আপস করা নয়। সারা আলি খান বরাবরই চেয়েছে তার জন্য তার পরিবার গর্ব বোধ করুক।
1010
আর তাই নিজের সর্বস্ব নিংড়ে দিতে তিনি প্রস্তুত। যেকোনো চ্যালেঞ্জের জিটিভি খুব সহজেই গ্রহণ করে নিতে পারেন তার প্রমাণ মেলে বারে বারে। সম্পর্কে একাধিকবার নাম জড়ালেও এই ছেলে কিন্তু নিজের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকতে পছন্দ করেন।