গান্ধী জয়ন্তীতে পোস্ট, দলিতদের বিষয় কেন মুখ খুলছেন না, শাহরুখকে কটাক্ষ অভিনেত্রীর

শাহরুখ খানকে তোপ অভিনেত্রীর। বর্তমানে গোটা দেশ তোলপাড় হচ্ছে হাথরাস গণধর্ষণের ঘটনায়। এমনই পরিস্থিতিতে কেন এগিয়ে আসছেন না সেলেবরা। কেন মুখে কুলুপ এঁটেছেন তাঁরা, এবার নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠল শাহরুখ খানের গান্ধী জয়ন্তীর পোস্ট। 

Jayita Chandra | Published : Oct 3, 2020 11:07 AM IST
19
গান্ধী জয়ন্তীতে পোস্ট, দলিতদের বিষয়  কেন মুখ খুলছেন না, শাহরুখকে কটাক্ষ অভিনেত্রীর

হাথরাস গণধর্ষণের ঘটনায় ঘুম উড়িয়ে দিয়েছে সারা দেশের। সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করেছে আবারও অনিশ্চয়তা। 

 

29

কিন্তু এমন পরিস্থিতিতে কেন চুপ সেলেব মহল, কেন সেভাবে প্রথম সারিতে থাকা তারকারা এগিয়ে আসছেন না, তা নিয়েই এবার প্রশ্ন তুললেন অভিনেত্রী সায়নী গুপ্তা। 

39

তিনি এবার প্রকাশ্যে শাহরুখ খানকে প্রশ্ন করলেন দলিতদের জন্য তিনি কেন মুখ খুলছেন না। কেন চোখ বন্ধ করে রেখেছেন। 

49

সম্প্রতি গান্ধী জয়ন্তীতে পোস্ট করেন শাহরুখ খান, মন্দ দেখো না, মন্দ বলো না, মন্দ শুনোনা। 

59

এই পোস্ট দেখার পরই সরব হলেন অভিনেত্রী। তিনি প্রশ্ন তুললেন কেন শাহরুখ খান চোখ বন্ধ করে রয়েছেন। 

69

সম্প্রতি শাহরুখ খানের ছবি ভাইরাল দুবাইয়ের মাঠ থেকে। গ্যালারিতে বসে আইপিএল উপভোগ করছেন তিনি। 

79

ঠিক সেই সময়ই দেশের মাটিতে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। যা মুহূর্তে নাড়িয়ে দিয়ে গেল গোটা দেশকে। ফিরে এল নির্ভয়া, প্রিয়ঙ্কার স্মৃতি। 

89

অথচ তা নিয়ে প্রশ্ন করার মানুষের আজ যেন বড়ই অভাব। সেলেব মহল মুখে কুলুপ এঁটেই বসে রয়েছে। 

99

পোস্ট করছেন লৌকিকতার খাতিরে। সাধারণকে কেন ব্রাত্য করেছেন শাহরুখ! খোঁচা সায়নীর। 

Share this Photo Gallery
click me!

Latest Videos