ডিম্পল কাপাডিয়া। সত্তরের দশকের পর্দাকাঁপানো সেরা বলিউড অভিনেত্রী হিসেবে দর্শকমহলে পরিচিত। ৬৩-তেও নিজের পুরোনো যৌবনে আজও মোহময়ী তিনি। পুরুষ ভক্তের সংখ্যা ছিল আগন্তুক। নিজের রূপের ক্যারিশ্মাতে হাজারো পুরুষের রাতের ঘুম কেড়েছিলেন ডিম্পল। সেই তালিকায় বি-টাউনের অনেক নামী ব্যক্তিত্বরাই ছিলেন। 'ববি' সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করে একসময়ে সারা দেশে 'সেক্স সিম্বল' হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন লাস্যময়ী ডিম্পল। সিনিয়র সিটিজেনের তকমা জুটলেও রূপের জাদুতে এখন টেক্কা দিচ্ছেন সেইসময়কার সেরা অভিনেত্রীদের। ফিরে দেখা ডিম্পলের সেরা চোখধাঁধানো মুহূর্ত।