সূত্র থেকে জানা গেছে, জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস'- ছবিতে শুধু ওয়েস্টার্ন লুকে নয়, দেশী লুকেও দেখা গেছে সুহানাকে। সুহানা (Suhana Khan) একাই নন, আরও দুই অভিনেতাকে লঞ্চ করা হবে এই ছবিতে। কমিকস নির্ভর ছবিতেই ভেরোনিকার চরিত্রে দেখা যেতে পারে সুহানা খানকে।