রোম্যান্টিক দৃশ্যে শাহরুখের শ্যুট, পরিচালককে মাথায় রাখতে হয় কিং খানের এই শর্ত

রোম্যান্সের সুপারস্টার শাহরুখ খান। তাঁর লুক থেকে শুরু করে পর্দায় উপস্থাপনা, এক কথায় সবই যেন বাজিমাত। ভক্তমহলে ঝড় তোলে তাঁর মুখের একচিলতে হাসি। সেই কিং খানেরই নাকি রোম্যান্সে অস্বস্তি... নিজেই জানিয়েছিলেন শাহরুখ খান

Jayita Chandra | Published : Aug 19, 2020 10:28 AM / Updated: Aug 19 2020, 11:03 AM IST
18
রোম্যান্টিক দৃশ্যে শাহরুখের শ্যুট, পরিচালককে মাথায় রাখতে হয় কিং খানের এই শর্ত

শাহরুখ খান মানেই পর্দায় এক ভিন্ন উপস্থিতি। তাঁর হাত খুলে মুহূর্তে দর্শকদের আপন করে নেওয়াটাই যেন সিগনেচর স্টাইল। 

28

রোম্যান্সের কিং খান তিনি, অথচ রোম্যান্স নিয়ে তাঁর মনে একাধিক কিন্তু। এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয় গৌরীর সঙ্গে শ্যুটের বিষয়।

38

তার উত্তর দিতে গিয়েই খোলামেলা আলোচনা করেছিলেন শাহরুখ খান। তিনি স্বাচ্ছন্দ বোধ করেনা না রোম্যান্স নিয়ে। জানিয়েছিলেন সাফ। 

48

অথচ রোম্যান্স মানেই তিনি। শ্যুটিং ফ্লোরে তাই এই বিষয়টি মাথায় রাখতে হয়। শাহরুখ মানেই রিল লাইফে রোম্যান্স, রিয়েল লাইফে তিনি এতটাও সহজ নন। 

58

খোলামেলা জায়গায় শ্যুট হলে চলবে না। একান্ত রোম্যান্সের কোনও দৃশ্যে শ্যুট করতে গেলে প্রয়োজন বদ্ধ কোনও জায়গা। 

68

বেশি মানুষ থাকলে এই ধরণের দৃশ্যে তিনি শ্যুট করতে পারেন না। তাই পরিচালকদের মাথায় রেখেই দৃশ্য শ্যুট করতে হয় কোনও ঘরে। 

78

ফলে তিনি গৌরীকে নিয়েও রোম্যান্টিক দৃশ্যে শ্যুট করবেন না বলেই জানিয়েছিন। শাহরুখ খান বরাবরই এই বিষয় একটু বেশি যত্নশীল। 

88

যদিও শাহরুখ খানকে খুব বেশি ছবিতে ঘনিষ্ট অবস্থায় দেখা না গেলেও, কিং খান একাধিক শর্ত চাপিয়ে দেন পরিচালকের কাঁধে, যা মেনেই চলে শ্যুটিং। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos