Published : Aug 19, 2020, 08:32 AM ISTUpdated : Aug 19, 2020, 08:51 AM IST
করিশ্মা কাপুর, বলিউডে প্রথম যে পরিবার কান্ডারি হয়ে দাঁড়ায়, সেই কাপুর পরিবারের মেয়ে। কিন্তু তাঁর জীবনের নানা অধ্যায় তাঁকে ভেঙে গড়েছে বারে বার। অর্থই তাঁর জীবনে অধিকাংশ সময় মুখ্য হয়ে দাঁড়ায়। কখনও অভাব, কখনও আবার সেই অর্থের দাপটেই সম্পর্কে ভাঙন...