শাহরুখ খানের সঙ্গে এবার জুটি বাঁধতে চলেছেন আলিয়া ভাট। ডিয়ার জিন্দেগি ছবিতে এই জুটি একসঙ্গে কাজ করেছিলেন, অনবদ্য স্টোরিলাইনে বক্সঅফসে নজরকাড়া প্রভাব ফেলায় আবারও একই সঙ্গে জোটবাঁধতে চলেছে এই জুটি।
শাহরুখ ও আলিয়া ভাট জুটি, বয়ের বিস্তর ফারাক, তাই ছবির খবর যখন প্রথম ঘোষণা হয় বেজায় উঠেছিল প্রশ্ন।
28
কিন্তু ছবির চিত্রনাট্য ও উপস্থাপনাতেই বাজিমাত করে দিয়ে যায় বলিউডের এই দুই তারকা।
38
এক ভিন্ন স্বাদের চরিত্রে সকলের মন কাড়ে শাহরুখ খান। আর আলিয়া, একই চেনা লুকে ধরা পড়েছিলেন তিনি।
48
সেই জুটিই কি ফিরতে চলেছে বলিউডে আবার, এমনই প্রশ্নে তোলপাড় হয় নেট দুনিয়া।
58
কিন্তু না, পর্দায় অভিনয়ের ঝড় তুলতে হাজির হচ্ছে না এই জুটি। যদিও একই সঙ্গে কাজ করতে চলেছেন ডার্লিং ছবিতে।
68
তবে শাহরুখ এখানে অভিনেতা নন, বরং তিনি করছেন ছবির প্রযোজনা। সেই ছবির নায়িকা এবার আলিয়া।
78
এক দুমাসের মধ্যেই শুরু হবে এই ছবির শ্যুটিং। তারই মাঝে ঝড়ের গতীতে ভাইরাল এখন এই ছবির খবর।
88
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।