শাহিদ আরও বলেন, আমি এখনও পর্যন্ত বাড়িতেই থাকি। সাত বছর ধরেও কেউ আমাকে নিজের বাড়ি থেকে বার করতে পারিনি। মানে আমাকে রোজই বাড়ি থেকে বার করে দেওয়া হয়, তারপরও আমি বাড়ি ফিরে যাই। শাহিদকে বাড়ি থেকে বার করে দেয় কে মীরা? এই প্রশ্নের জবাবে জার্সি অভিনেতা বলেন, মেয়ে আমার সঙ্গে না থাকলেই এই অবিচার করা হয়।