যৌনতায় পাগল শাহিদকে রোজ বাড়ি থেকে বের করে দেন মীরা, দাম্পত্য নিয়ে বোমা ফাটালেন শাহিদ

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। ২০১৫ সালে নিজের চাইতে বেশ অনেকটাই ছোট মীরাকে বিয়ে করেন শাহিদ। বিয়ের পাঁচ বছরের মাথায় দুই সন্তানের বাবা -মা হয়েছেন শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। অভিনয়ে না এলেও বলি তারকাদের টক্কর দিতে প্রস্তুত শাহিদ পত্নী মীরা রাজপুত। এমনকী বলিউডের কবির সিং-কেও নিজের হাতের মুঠোয় রাখেন মীরা রাজপুত। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহিদ কাপুর ফাঁস করেছেন স্ত্রী ও সন্তানদের সামনে তার কোনও ক্ষমতাই নেই, এমনকী রোজই নিজের বাড়ি থেকে তাকে বার করে দেয় স্ত্রী মীরা, কিন্তু কেন? তা নিজেই ফাঁস করলেন শাহিদ কাপুর।
 

Riya Das | Published : Apr 7, 2022 4:06 AM IST
19
যৌনতায় পাগল শাহিদকে রোজ বাড়ি থেকে বের করে দেন মীরা, দাম্পত্য নিয়ে বোমা ফাটালেন শাহিদ


শাহিদ কাপুর ও মীরা রাজপুতকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা। বয়সে শাহিদ কাপুরের চেয়ে ১৩ বছরের ছোট মীরাকে বিয়ে করে এখন দুই সন্তানের বাবা ও মা। তবে হোম মিনিস্টার বউয়ের সামনে পুরো জব্দ শাহিদ কাপুর। 
 

29

বরাবরই নিজের ব্যক্তিগত জীবনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গ শেয়ার করে লাইমলাইটে থাকেন বলিপাড়ার এই হট দম্পতি। অভিনয়ে না এলেও বলি তারকাদের টক্কর দিতে প্রস্তুত শাহিদ পত্নী মীরা রাজপুত। এমনকী বলিউডের কবির সিং-কেও নিজের হাতের মুঠোয় রাখেন মীরা রাজপুত।

39

 সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহিদ কাপুর ফাঁস করেছেন স্ত্রী ও সন্তানদের সামনে তার কোনও ক্ষমতাই নেই, এমনকী রোজই নিজের বাড়ি থেকে তাকে বার করে দেয় স্ত্রী মীরা, কিন্তু কেন? তা নিজেই ফাঁস করলেন শাহিদ কাপুর।
 

49


রেডিও জকি সিদ্ধার্থ কানন শাহিদকে প্রশ্ন করেছিলেন নিজের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কী? কবির সিং অকপটে জানিয়েছেন,নিজের স্ত্রী ও সন্তানদের সামনে আমার সবসময়েই মনে হয় আমার কোনও অউকাত নেই। 
 

59


শাহিদ আরও বলেন, আমি এখনও পর্যন্ত বাড়িতেই থাকি। সাত বছর ধরেও কেউ আমাকে নিজের বাড়ি থেকে বার করতে পারিনি। মানে আমাকে রোজই বাড়ি থেকে বার করে দেওয়া হয়, তারপরও আমি বাড়ি ফিরে যাই। শাহিদকে বাড়ি থেকে বার করে দেয় কে মীরা? এই প্রশ্নের জবাবে জার্সি অভিনেতা বলেন, মেয়ে আমার সঙ্গে না থাকলেই এই অবিচার করা হয়।

69

জার্সি অভিনেতা আরও জানান, তার কাজের সবচেয়ে বড় সমালোচক তার স্ত্রী মীরা। এমনকী তার কোনও ছবি খারাপ হলেও সেটা দেখার কোনও প্রয়োজন মনে করেননা মীরা। এমনকী সেকথা সটান জানিয়েও দেন। সব মিলিয়ে স্ত্রীর সঙ্গে মতের মিল হয় না। আর সেটাই হল অভিনেতার একটা সুস্থ ও স্বাভাবিক দাম্পত্যের চাবিকাঠি।

79

একটি চ্যাট শো-এ গিয়ে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খোলেন শাহিদ ও মীরা। যৌনজীবন থেকে বেডরুমের গোপনীয়তা সব কিছু নিয়ে খুল্লামখুল্লা জবাব দিয়েছিলেন মীরা। নিজেদের যৌনজীবন সম্পর্কে মুখ খুলতে গিয়ে শাহিদের একটি বেডরুম সিক্রেট সকলের সামনে তুলে ধরেছিলেন মীরা। 

89


মীরা জানিয়েছিলেন, শাহিদ কাপুর প্রচন্ড কন্ট্রোল ফ্রিক। এমনকী বিছানায় কী করতে হব সেটাও শাহিদ জানিয়েছিলেন। প্রকাশ্যে এই কথা শোনার পরই লজ্জায় লাল হয়ে গেছিলেন শাহিদ।
শাহিদ ও মীরার প্রেমের গল্প কোনও বলিউড সিনেমার চেয়ে কম কিছু নয়। পারিবারিক এক বন্ধুর পার্টিতে শাহিদের সঙ্গে প্রথম আলাপ হয় মীরা রাজপুতের। তখন মীরার বয়স ছিল মাত্র ১৬ বছর। এরপরই ২০১৪ সালে দুই পরিবারই শাহিদ-মীরার দেখা করার  ব্যবস্থা করে দেয়।

99

মীরার সঙ্গে প্রথম দেখা করতে গিয়ে ১৫ মিনিটের বদলে প্রায় ৭ ঘন্টা গল্প করেছিলেন মীরা ও শাহিদ কাপুর। তারপর ২০১৫ সালের ৭ জুলাই  নিজের চেয়ে ১৩ বছরের বড় শাহিদকে বিয়ে করেন মীরা। দিল্লির একটি গুরুদুয়ারায় হয়েছিল বিয়ের মূল অনুষ্ঠান। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos