কিং খান মানেই বাড়তি উন্মাদনা। সারা দেশ জুড়ে যার কোটি কোটি ভক্ত রয়েছে। কিছুদিন আগেই সবাইকে ছাপিয়ে সেরার সেরা শিরোপাও জিতেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান।
210
তাকে নিয়েই দর্শকমনেই সবসময়েই উত্তেজনা রয়েছে। তার কোনও কিছু করা মানেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখতে রীতিমতো মুখিয়ে থাকে দর্শক। ফের নয়া চমক নিয়ে হাজির হয়েছেন অভিনেতা।
310
গোটা পরিবারের সঙ্গে এই মুহূর্তে মন্নত-এ রয়েছেন কিং খান শাহরুখ। করোনা সংক্রমণ যেভাবে দাপিয়ে বেড়াচ্ছ মহারাষ্ট্র ও মুম্বইয়ে তাতে সকলেই ভীত। ইতিমধ্যেই বলিউডে দাঁপিয়ে বেড়াচ্ছে এই মারণ ভাইরাস।
410
করোনায় আক্রান্ত হয়ে নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অমিতাভ বচ্চন থেকে অভিষেক-ঐশ্বর্যা-আরাধ্যা। তাদের বাড়িও সিল করা হয়েছে বিএমসি-র পক্ষ থেকে।
510
করোনার মধ্যে গোটা বাড়ি প্লাস্টিক দিয়ে মোড়া মাত্রই নেটিজেনদের নজরে পড়েছেন শাহরুখ। অনেকেই কোভিডের সতর্কতা বলে মনে করেছেন, তবে কেউ কেউ আবার বলেছেন মুম্বইয়ের ভারী বৃষ্টির কারণে এই প্লাস্টিকের কভার বসানো হয়েছে মন্নত-এ।
610
তবে যে যাই বলুক, পরিবারের সুরক্ষায়, এবং কোনওভাবেই যেন করোনা সংক্রমণ তাদের স্পর্শ করতে না পারে, সেই কারণেই উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন কিং খান।
মন্নত-এর ভিতরটাতে পুরো ক্লাসিকের ছোঁয়া। ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে ক্লাসিক ডিজাইন নজর কাড়বে।
910
একসময় এই বাংলোটি ভিলা ভিয়েনা নামে পরিচিত ছিলেন। মাত্র ১৩ কোটির বিনিময়ে শাহরুখ এই বাংলোটি কিনেছিলেন, আজ এর মূল্য প্রায় ২০০ কোটিরও বেশি।
1010
গত প্রায় ২৫ বছর ধরে শাহরুখ এই বাংলোয় বাস করছেন। ১৯৯৫ সালে শাহরুখ এই বাংলোটি কিনেছিলেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।