কিং খান মানেই বাড়তি উন্মাদনা। সারা দেশ জুড়ে যার কোটি কোটি ভক্ত রয়েছে। কিছুদিন আগেই সবাইকে ছাপিয়ে সেরার সেরা শিরোপাও জিতেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান।
210
তাকে নিয়েই দর্শকমনেই সবসময়েই উত্তেজনা রয়েছে। তার কোনও কিছু করা মানেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখতে রীতিমতো মুখিয়ে থাকে দর্শক। ফের নয়া চমক নিয়ে হাজির হয়েছেন অভিনেতা।
310
গোটা পরিবারের সঙ্গে এই মুহূর্তে মন্নত-এ রয়েছেন কিং খান শাহরুখ। করোনা সংক্রমণ যেভাবে দাপিয়ে বেড়াচ্ছ মহারাষ্ট্র ও মুম্বইয়ে তাতে সকলেই ভীত। ইতিমধ্যেই বলিউডে দাঁপিয়ে বেড়াচ্ছে এই মারণ ভাইরাস।
410
করোনায় আক্রান্ত হয়ে নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অমিতাভ বচ্চন থেকে অভিষেক-ঐশ্বর্যা-আরাধ্যা। তাদের বাড়িও সিল করা হয়েছে বিএমসি-র পক্ষ থেকে।
510
করোনার মধ্যে গোটা বাড়ি প্লাস্টিক দিয়ে মোড়া মাত্রই নেটিজেনদের নজরে পড়েছেন শাহরুখ। অনেকেই কোভিডের সতর্কতা বলে মনে করেছেন, তবে কেউ কেউ আবার বলেছেন মুম্বইয়ের ভারী বৃষ্টির কারণে এই প্লাস্টিকের কভার বসানো হয়েছে মন্নত-এ।
610
তবে যে যাই বলুক, পরিবারের সুরক্ষায়, এবং কোনওভাবেই যেন করোনা সংক্রমণ তাদের স্পর্শ করতে না পারে, সেই কারণেই উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন কিং খান।