তিনি বিচারককে আরও বলেন, ওদের বয়স কম, বাচ্চা থেলে ডিফেন্সের যুক্তি এখানে খাটে না, ওরাই তো দেশের ভবিষ্যত। হোয়াটসঅ্যাপ চ্যাট যে মাদকচক্রীদের সঙ্গে ড্রাগস কেনাবেচার কথা বলেছে, সেখানেও টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। সুতরাং কোনওভাবেই আরিয়ানকে বেনিফিট অফ ডাউট দেওয়া যায় না।