'কঠিন পরিস্থিতিতে ডিপ্রেশনে মরেই যেতাম', লকডাউনে মুখ খুললেন অভিনেত্রী শামা

Published : Apr 15, 2020, 12:56 PM IST

সারা বিশ্ব জুড়ে দাঁপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। সারা দেশে দীর্ঘ লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। প্রত্যেকেই কোভিড-১৯-এর জেরে গৃহবন্দি। তারকা থেকে সাধারণ মানুষ কেউ বাদ পড়েননি সেই তালিকা থেকে। এই মারণ ভাইরাসের থাবা বসেছে বলিউডেও। শামা সিকান্দরও আপাতত রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। বর্তমান কঠিন পরিস্থিতিতে মারণ ভাইরাসের ভয় গ্রাস করেছে ছোটপর্দার এই অভিনেত্রীকে। সম্প্রতি কোয়ারেন্টাইনে কীভাবে দিন গুজরান করছেন শামা তা নিজেই খোলসা করেছেন অভিনেত্রী। এবার কোয়ারেন্টাইন ডিপ্রেশন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শামা।   

PREV
19
'কঠিন পরিস্থিতিতে ডিপ্রেশনে মরেই যেতাম', লকডাউনে মুখ খুললেন অভিনেত্রী শামা

লকডাউনের জেরে ঘরবন্দি হয়ে রয়েছেন ছোটপর্দার অভিনেত্রী শামা সিকন্দর।
29
লকডাউন পরিস্থিতে  শামা জানিয়েছেন, এই কঠিন সময়ে একা থাকা তার পক্ষে সম্ভব ছিল না। ডিপ্রেশনে মরে যেতেন অভিনেত্রী।
39
যদিও এই কঠিন সময়ে তাকে একা থাকতে হচ্ছে না। তার প্রেমিক জেমস মিল্লিরন তার সঙ্গেই রয়েছেন।
49
ব্যবসার কাজে বাইরেই যেতে হয় জেমসকে। কিন্তু কঠিন সময়ে আপাতত তার সঙ্গেই রয়েছেন জেমস। 
59

জেমস এই সময়ে না থাকলে সত্যি তার একা থাকা খুব কঠিন হয়ে যেত। তিনি কোনওভাবেই এই পরিস্থিতি সামলাতে পারতেন না।
69
মারণ ভাইরাস নিয়ে ভীষণই ভয়ে রয়েছেন ছোটপর্দার এই অভিনেত্রী। সত্যিই খুব ভয় লাগছে অভিনেত্রীর জানিয়েছেন শামা।
79

নিজের পরিবারের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে রয়েছেন শামা। বর্তমান পরিস্থিতিতে সেটা আরও বেশি ভয়ের কারণ হয়ে দাড়িয়েছে
89

হাসি-খুশি থাকা শামা ভীষণ ভাবেই মানসিক চাপে রয়েছেন , যা তিনি নিজেই খোলসা করে বলেছেন।
99

কোয়ারেন্টাইনে শরীরচর্চা ও যোগাসম করেই নিজের শরীর ও মনকে তিনি সুস্থ রাখার চেষ্টা করছেন। তার সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছে প্রেমিক জেমস।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories