'রিয়ার সঙ্গে এই ব্যবহার কী সুশান্ত চেয়েছিলেন', প্রশ্ন তুলে বিস্ফোরক শত্রুঘ্ন

বড় বড় ক্রিমিনালরাও এমন ব্যবহার পায় না, এমনটাই মন্তব্য বর্তমানে ছড়িয়ে পড়েছে নেট মহলে। রিয়া চক্রবর্তী এখনও পর্যন্ত অপরাধী প্রমাণিত হয়নি। এবার রিয়ার সপক্ষে সওয়াল খাঁড়া করলেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। 

Jayita Chandra | Published : Sep 7, 2020 2:52 PM / Updated: Sep 07 2020, 03:32 PM IST
19
'রিয়ার সঙ্গে এই ব্যবহার কী সুশান্ত চেয়েছিলেন', প্রশ্ন তুলে বিস্ফোরক শত্রুঘ্ন

তদন্তের মোড় ঘুরেছিল সুশান্ত সিং রাজপুতের বাবার লিখিত অভিযোগ দায়ের করার পর থেকেই। 

29

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ হিসেবে একাধিক তথ্যের ওপর নির্ভর করে সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করে দেয় রিয়াই মূল দোষী। 

39

তদন্তের মোড় যেদিকেই ঘুরুক না কেন, সকলের লক্ষ্যে এখন রিয়া চক্রবর্তীকে নিয়ে একাধিক প্রশ্ন। কেন এমন পরিস্থিতির শিকার হলেন সুশান্ত!

49

যার ফলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম, বিভিন্ন মহলে রিয়াকে নিয়ে একাধিক কুমন্তব্য ছড়িয়ে পড়তে থাকে। 

59

অনেকেই প্রশ্ন তোলে, রিয়া যদি কিছু করে ফেলেন সাধারণ মানুষ নিজেদের ক্ষমা করতে পারবেন তো। 

69

এবার তেমনই রিয়ার হয়ে মুখ খুললেন প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তিনি জানালেন, রিয়ার প্রতি কী এই আচরণ ঠিক!

79

সুশান্তের ভক্তদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়েদিলেন, সুশানত কী এমনটাই চেয়েছিলেন, তাঁর প্রেমিকার সঙ্গে এই ব্যবহার করা হোক। 

89

এক বছরের সম্পর্ক তাঁদের। বিচারের জন্য কেউ অপেক্ষা করতে রাজি নয়। যা হচ্ছে তা সঠিক কি না ভেবে দেখার কথাও বলেন তিনি। 

99

সম্প্রতি এক সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা এই নিয়ে মুখ খুলেছে। রিয়া চক্রবর্তীর পরিস্থিতির কথা তুলে ধরে বিস্ফোরক অভিনেতা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos