দীপিকা পাডুকোনঃ বোল্ড ওয়েস্টার্ন পোশাক হোক বা ভারতীয় পোশাক, দীপিকার লম্বা, স্টাউট চেহারায় সবই মানানসই। এমনটা তাঁর ভক্তরা মনে করলেও, নিন্দুকদের মতামত ভিন্ন। ২০১৪ সালের ফিল্মফেয়ারে একটি সোনালি রঙের ট্রান্সপেরেন্ট পোশাকে সেজে সাংঘাতিক সমালোচনার মুখে পড়েছিলেন।