সিদ্ধার্থ নেই, কেমন আছেন শেহনাজ, তাঁকে সামলাতে নাজেহাল পরিবার

Published : Sep 15, 2021, 10:27 AM IST

বিগ বসের সেটে প্রথম দেখা। তবে থেকেই ধীরে ধীরে পথ চলা শুরু করেছিলেন সিদ্ধার্থ শেহনাজ, মজার ছলে গড়ে ওঠা সম্পর্ক যে এতটা পরিমাণে গভীর হয়ে যাবে, তা হয়তো বুঝতেও পারেননি তাঁরা দুজনে। প্রথম মালুম হয় বিগ বসের ঘরেই। কীভাবে! 

PREV
110
সিদ্ধার্থ নেই, কেমন আছেন শেহনাজ, তাঁকে সামলাতে নাজেহাল পরিবার

বিগ বসের নির্দেশে একবার সিদ্ধার্থকে বার করে নিয়ে যাওয়া হয় ঘর থেকে। তখনই ক্যামেরার সামনে ধরা দিয়েছিল শেহনাজের এক অন্য লুক। 

210

চুপচাপ, চোখে জল, নেই কোনও রকমের পাগলামো। সেই শেহনাজকে সামলে ছিল তখন পরিবারের একাধিক সদস্যরা। এবার তা বাস্তবে পরিণত হল। 

310

রিল লাইফ নয়, রিয়েল লাইফেই সিদ্ধার্থ শেহনাজকে ছেড়ে চলে গেলেন। খবর সামনে আসার পরই প্রথম প্রশ্ন উঠেছিল, কেমন আছেন শেহনাজ, এ শোক কীভাবে সামলাবেন তিনি!

410

শেষ মুহূর্তেও তিনি ছিলেন সিদ্ধার্থের পাশেই। মৃত্যুর আগের দিন রাতেই শেষ কথা। শরীর ভালোছিল না সিদ্ধার্থের। কিছু ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। 

510

সেই ঘুম আর ভাঙেনি। প্রথম জানতে পেড়েছিলেন শেহনাজই। সিদ্ধার্থ তাঁর কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেহ ধীরে ধীরে ঠাণ্ডা হয়ে আসে। 

610

ঝড় বইতে থাকে পরিবারের মধ্যে। ঝড় ওঠে বিনোদন দুনিয়াতেও। চোখের জলে ভাসতে থাকেন সকলেই। কুপার হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

710

এরপর দাহ করার সময় প্রথম সামনে আসেন শেহনাজ, সেই মর্মান্তিক ভিডিও সকলের হাতে হাতে ছড়িয়ে পড়েছিল। যা দেখে চোখের জল ধরে রাখতে পারেননি অনেকেই। 

810

বারে বারে সিদ্ধার্থের কাছে ছুঁটে যাচ্ছিলেন শেহনাজ, পাশে ছিলেন তাঁর ভাই শেহবাজ। সিদ্ধার্থের মাও শক্ত হয়ে ছিলেন। আগলে রেখেছেন শেহনাজকে। 

910

সূত্রের খবর অনুযায়ী রাতের পর রাত চোখে নেই ঘুম, খাওয়া দাওয়া তেমন নেই বললেই চলে, শরীর ভাঙছে শেহনাজের, বেসামাল শেহনাজকে নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। 

1010

পরিবারের সকলে বর্তমানে তাঁকে দেখে শুনে রাখছে, সেটে ফেরার কোনও সম্ভবনাই নেই বর্তমানে। পরিস্থিতি সামাল দিতে শেহনাজের আরও অনেকটা সময় লাগবে বলেই জানান তাঁর পরিবারে।  

click me!

Recommended Stories