এই ভিডিও দেখে উঠেছে প্রশ্ন। কেউ প্রশ্ন তুলেছেন, সে কি পুরো সময় মাতাল ছিল? আবার কেউ প্রশ্ন করেছেন এটি সাধারণ শেহনাজ নয়? তার সঙ্গে কী ঘটেছিল? অন্য একজন বলেন, সে সলমনকে এভাবে আঁকড়ে ধরছে কেন? আবার একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেম, শেহনাজকে দেখুন, তিনি সলমনের চেয়ে বেশি অস্বস্তিকর দেখাচ্ছে।