'পর্নোগ্রাফি'র মূল পান্ডা শিল্পার স্বামী রাজ, কীভাবে চালাতেন নীল ছবির গোপন চক্র, প্রকাশ্যে এল সত্য


একটানা দীর্ঘ লকডাউনের ফলে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে জেন-ওয়াই। এবার পর্নোগ্রাফি ছবি তৈরির অভিযোগে গ্রেফতার করা হল বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী প্রখ্যাত ব্যবসায়ীকে রাজ কুন্দ্রাকে। ইতিমধ্যেই সোমবার রাতেই তাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এবং রাজ ছাড়াও এই মামলায় আরও ৯ জন ধরা পড়েছেন। রমরমিয়ে কীভাবে চলত অশ্লীল ছবি এই চক্র, গ্রেফতার হতেই তা ফাঁস করল মুম্বই পুলিশ।

Riya Das | Published : Jul 20, 2021 5:19 AM IST / Updated: Jul 20 2021, 10:54 AM IST
111
'পর্নোগ্রাফি'র মূল পান্ডা শিল্পার স্বামী রাজ, কীভাবে চালাতেন নীল ছবির গোপন চক্র, প্রকাশ্যে এল সত্য


পর্নোগ্রাফি ছবি তৈরির অভিযোগে গ্রেফতার করা হল বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী প্রখ্যাত ব্যবসায়ীকে রাজ কুন্দ্রাকে। 

211


ইতিমধ্যেই সোমবার রাতেই তাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এবং রাজ ছাড়াও এই মামলায় আরও ৯ জন ধরা পড়েছেন। 

311


রমরমিয়ে কীভাবে চলত অশ্লীল ছবি এই চক্র, গ্রেফতার হতেই তা ফাঁস করল মুম্বই পুলিশ। এই ব্যবসায় ওটিটি প্ল্যাটফর্ম বানিয়ে সেখানে ৮ থেকে ১০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন রাজ কুন্দ্রা, তেমনটাই দাবি মুম্বই পুলিশের।
 

411

মুম্বই পুলিশ বিবৃতিতে জানিয়েছেন, পর্নোগ্রাফি তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করা নিয়ে গত ফেব্রুয়ারিতে একটি মামলা দায়ের করেছিল ক্রাইম ব্রাঞ্চ। এবং সেই তদন্তের ভিত্তিতেই রাজকে গ্রেফতার করা হয়েছে।
 

511

পর্নোগ্রাফি ছবি তৈরির মূল ষড়যন্ত্রকারী হলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। এবং তার পর্যাপ্ত প্রমাণও রয়েছে পুলিশের কাছে।

611

গতকালই রাত আটটায় হাজিরা দেন রাজ এবং জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয় তাকে।

711

নীল ছবির শুটিংয়ের পর তা নিদির্ষ্ট অ্যাপের মাধ্যমে পাঠানো হতো বিদেশে। পরে বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে তা দেখা যেত। 

811

এই মামলায় অভিযুক্ত উমেশ কামাতকে গ্রেফতারের পর পুরো বিষয়টি সামনে আসে। তিনিও জানিয়েছিলেন যে রাজের সংস্থায় তিনি  কাজ করতেন।

911


 এছাড়া আগেও একজন অভিনেত্রীকে এই মামলায় গ্রেফতার করা হয়। সেখানেও কামাতের নাম উঠে এসেছিল।

1011


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অভিনেত্রীর মেলে অন্তত ১৫ টি পর্ন ছবির হদিশ মেলে, যা কিনা আমেরিকায় পাঠানো হতো। এবং প্রতি ছবির মূল্য ২ থেকে ২.৫ লক্ষ টাকা। এবং ভিডিওগুলি হটশটস নামে একটি অ্যাপে আপলোড হতো।
 

1111


ওয়েবসাইটটিতে ২ জিবি পর্যন্ত ডেটা আপলোড করা যায়। এবং অ্যাপটিতে ৭ দিনের মধ্যে আপলোড করা ভিডিও নিজে থেকেই ডিলিট হয়ে যায়।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos