এখন বিতর্কই হোক বা ফোকাসই হোক, কেবল একটাই প্রসঙ্গ সিদ্ধান্ত ও দীপিকার সাহসী পোজ, যার যেরে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সেলেবদের। ঝড়ের গতীতে ভাইরাল হওয়া এই দৃশ্যের ছবি থেকে শুরু করে ভিডিওতে জেরবার সেলেব জুটি সাফ জানালো, তাঁদের উদ্দেশ্য ছিল চরিত্র দুটোকে উপস্থাপন করা, আর এরাই গল্পের সেই দুই চরিত্র, তার বাইরে কিছুই নয়।