গেহরাইয়া চুম্বন বিতর্ক, রণবীরের অনুমতী নেওয়ার প্রসঙ্গে মুখ খুললেন সিদ্ধান্ত

Published : Feb 19, 2022, 09:18 AM IST

ছবি মুক্তি পেতেই নেট দুনিয়ায় ঝড়, নেগেটিভ রিভিউতে তোলপাড় নেটপাড়া। ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন, সফট পর্নের তকমা পেয়েছে গেহরাইয়া। তবে ছবির সেলিবং পয়েন্ট নিয়ে এবার মুখ খুললেন দীপিকা পাড়ুকোন। সকলের নজরের কেন্দ্রে কেবল একটাই বিষয়, সিদ্ধান্ত ও দীপিকার অন্তরঙ্গ দৃশ্য, সাহসী একাধিক পোজে ঝড় তুলে সকলকে তাক লাগালেন এই জুটি। তবে তাতেই বেজায় আপত্তি, প্রসঙ্গে রণবীর সিং, তাঁর অনুমতী নেওয়া হয়েছিল! 

PREV
19
গেহরাইয়া চুম্বন বিতর্ক, রণবীরের অনুমতী নেওয়ার প্রসঙ্গে মুখ খুললেন সিদ্ধান্ত

১১ ফেব্রুয়ারি, গেহরাইয়া মুক্তির (Gehraiyaan Release) পর থেকেই নেট দুনিয়ায় ঝড়, ট্রেলার মুক্তির (Trailer Release) পরই বেড়েছিল ভক্তমহলের কৌতুহল। এ যেন এক অন্য লুকে ধরা দিলেন দীপিকা, বরাবরই নিজের অভিনয় দাপটের জন্য তিনি প্রশংসিত, কিন্তু কোথাও গিয়ে যেন এবার দর্শক বা নেটিজেনদের মূল ফোকাসে ঘনিষ্ট দৃশ্য। 

29

তা ঘিরে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত দীপিকা (Deepika Parukone) থেকে সিদ্ধান্ত, সিদ্ধান্ত চতুর্বেদির প্রথম ছবি গালি বয়তে রণবীরের (Ranveer Singh) সঙ্গে অভিনয় করেছিলেন, তাঁর কথায় রণবীর এক কথায় মেন্টর। নেট দুনিয়া যখন প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল যে দীপিকার বরের থেকে অনুমতী নেওয়া প্রয়োজন ছিল, তখন সাফ জানায় সিদ্ধান্ত (Siddhant Chaturbeti) তাঁরা অভিনেতা।

39

এটা তাঁদের পেশা (Profesional Actor), এর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কোনও লেনদেন নেই। এমন কি এই সম্পর্ক ঘিরে কোনও দিন সমস্যা সামনে আসেনি। উল্টে ছবির প্রস্তাব পেয়ে প্রথম তিনি রণবীরকেই জানিয়েছিলেন, এবং তিনি সিদ্ধান্তকে অনেক বেশি উৎসাহ যুগিয়ে ছিলেন এই প্রসঙ্গে। আর রইল পরে লোকের কথা। 

49

সাধারণের কাজই হল বলা, তাঁদের মুখ বন্ধ করা সম্ভবপর নয়। আর ঠিক এই কারণেই তিনি এই প্রসঙ্গগুলোকে এড়িয়ে গিয়েছেন। তবে পরিচালনার ক্ষেত্রে বেশ কিছুটা ফাঁক রেখে গেলেন শকুন বাত্রা। তাঁর গল্প বলার ধরনেই এক ধাক্কায় বেশ কিছুটা পিছিয়ে গেল ছবির রেটিং। একই ধাঁচে ও একই ছাঁচে গল্প বলা, নতুন কোনও স্টাইল বা গল্প বলার ধরনকে খুব একটা গুরুত্ব না দিয়ে গতে গল্প ফেঁদে উপস্থাপনার ফলে বেশ কিছুটা পিছিয়ে পড়ল গেহরাইয়া ছবি।

59

তবে ছবির সেলিং পয়েন্ট নিয়ে এবার মুখ খুললেন দীপিকা পাড়ুকোন। একমাত্র ছবির সেলিং পয়েন্ট কখনই অন্তরঙ্গ দৃশ্য হতে পারে না। কারণ একটা ছবি চলার জন্য তাতে যা যা লাগে তার মধ্যে অন্যতম হল ছবির চরিত্রের গঠন। আর এই ছবি যাঁরা দেখবেন তারা বুঝতে পারবেন যে চরিত্রের খাতিরে এখানে শারীরিক সম্পর্কটা ঠিক কতটা প্রয়োজনীয় ছিল।

69

চার ব্যক্তির মুখোমুখি আলাপ, সম্পর্কের জল গড়ায় উল্টো পথে, সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturbedi) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) একে অন্যের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে থাকে। অনুভূতি গুলো বাড়তে থাকলেও বিবেকের কাছে বারে বারে প্রশ্নের মুখোমুখি হওয়া, এর পরিণতী কী বা কোথায়! 

79

দর্শকের নজরে উত্তর একটাই বোল্ড দৃশ্য শারীরিক সম্পর্ক, আদেও গল্পকে এই ধাঁচে ফেলে সাজানোর তেমন কোনও আলাদা উদ্দেশ্য ছিল না। ছবিটি দীপিকা ভক্তদের জন্য অবশ্যই মাস্ট ওয়াচ, কিন্তু এর বাইরে সম্পর্কের নিরিখে গল্পের যৌলুস খুব একটা টিকে থাকল না। দর্শক মনে কেবলই সমালোচনার পাহাড়। 

89

কোথাও গিয়ে যেন গল্পের পরতে-পরতে জড়িয়ে থাকা নানান ওঠা পড়ার কাহিনি ছবিকে বেশ কিছুটা ভেঙে মুচরে আবারও গড়ে তোলার যে ব্যর্থ চেষ্টা করেছে, সেখানেই বেশ কিছুটা নিরাশ হতে হয় দর্শকদের। ঝড়ের গতীতে ভাইরাল হওয়া ছবি মুক্তি পেতেই ভক্তমনে কমে গল্প ঘিরে উত্তেজনার পারদ। 

99

এখন বিতর্কই হোক বা ফোকাসই হোক, কেবল একটাই প্রসঙ্গ সিদ্ধান্ত ও দীপিকার সাহসী পোজ, যার যেরে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সেলেবদের। ঝড়ের গতীতে ভাইরাল হওয়া এই দৃশ্যের ছবি থেকে শুরু করে ভিডিওতে জেরবার সেলেব জুটি সাফ জানালো, তাঁদের উদ্দেশ্য ছিল চরিত্র দুটোকে উপস্থাপন করা, আর এরাই গল্পের সেই দুই চরিত্র, তার বাইরে কিছুই নয়। 

click me!

Recommended Stories