110
বলিউডে পা রাখার পর থেকেই ঝড় তুলেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। একাধিক ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন দর্শকদের।
Subscribe to get breaking news alertsSubscribe 210
প্রথম ছবিতেই তাঁর হাতেখড়ি হয়েছিল রণবীর কাপুরের বর্তমান প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে।
310
এরপর একাধিক অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন নি সিদ্ধার্থ।
410
কোন অভিনেত্রীকে ভালো লাগে প্রশ্ন করায় খানিক চুপ থাকেন সিদ্ধার্থ। কিন্তু ঝড় তোলেন অন্তর্বাস লুক নিয়ে কথা বলে।
510
তিনি একের পর এক তারকাদেরভালো লাগে তাঁর। নিয়ে কথা বলতে শুরু করেন, হট লুকে সব থেকে বেশি ভালো লাগে কাকে, তা এবার স্পষ্ট করলেন তিনি।
610
ক্যাটরিনা বরাবরই হট লুকে ঝড় তোলেন। একাধিক দৃশ্যে তাঁকে বিকিনি পরে পর্দায় দেখা গিয়েছে।
710
ক্যাটরিনাকে অন্তর্বাস পরে বেশ ভালো লাগে দেখতে। সাফ জানিয়েছিলেন সিদ্ধার্থ। সঙ্গে জানান, তাঁর অন্তর্বাস পরার ফিগার রয়েছে।
810
একই খেতাব দেন তিনি রণবীরের আরও এক প্রেমিকাকে, যাঁর সঙ্গে প্রেমকাহিনি ঝড় তুলেছিল বি-টাউনে।
910
অন্তর্বাসে দীপিকাকেও দারুণ মানায়। তাঁর ফিগারের সঙ্গে এই ধরনের লুক খুবই মানানসই। তবে একজনকে নিয়ে নিরাশ সিদ্ধার্থ।
1010
আলিয়া ভাটকে মোটেই মানায় না অন্তর্বাস লুকে। এদিন এক সাক্ষাৎকারে সাফ জানিয়েছিলেন সিদ্ধার্থ। আলিয়ার সেই ফিগার নেই।