১৪ জুন ২০২০ সাল। বান্দার ফ্ল্যাটে উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। যদিও তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানিয়েছিল মুম্বই পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, গলায় ফাঁস লাগানোর ফলেই তাঁর মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর মৃত্যু নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে। পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। আর ছেলের মৃত্যুর জন্য অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে দায়ি করেছেন সুশান্তের পরিবারের সদস্যরা। তবে বছর ঘুরলেও এখনও তাঁর মৃত্যুর তদন্তের কোনও কিনারা হয়নি।