১২ টায় ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সিদ্ধার্থের, প্রেমিকের না ফেরায় মানসিকভাবে বিধ্বস্ত শেহনাজ

আর মাত্র কিছুটা সময়। তারপরেই সবটা শেষ। বেলা ১২ টায় ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে সিদ্ধার্থ শুক্লার। বৃহস্পতিবার সকালেই ম্যাসিভ হৃদরোগে আক্রান্ত হন সিদ্ধার্থ। হাসপাতালে আনতে আনতেই রাস্তায় মারা যান সিদ্ধার্থ। চিকিৎসার কোনও সুযোগই পাওয়া যায়নি।  ৪০ বছরেই সিদ্ধার্থর আকস্মিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।  ইতিমধ্যেই অভিনেতার বাড়ির সামনে এবং হাসপাতালে বাইরে ভিড় জমতে শুরু করেছে। প্রেমিককে শেষবারের মতো দেখা, আর কোনওদিন সে ফিরবে না । সিদ্ধার্থের মৃত্যুতে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন শেহনাজ গিল।

Riya Das | Published : Sep 3, 2021 11:45 AM
19
১২ টায় ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সিদ্ধার্থের, প্রেমিকের না ফেরায় মানসিকভাবে বিধ্বস্ত শেহনাজ

মাত্র ৪০-এই থেমে গেল সিদ্ধার্থ শুক্লার বর্ণময় জীবন। বৃহস্পতিবার সকালেই মর্মান্তিক খবরে কেঁপে উঠেছিল গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি।  'বিগ বস ১৩' র বিজয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যুর খবর নড়িয়ে দিয়েছে গোটা বলিউডকে।

29

ম্যাসিভ হৃদরোগে আক্রান্ত হন সিদ্ধার্থ। চিকিৎসার কোনও সুযোগই পাওয়া যায়নি।হাসপাতালে আনতে আনতে সিদ্ধার্থকে মৃত বলে জানান চিকিৎসকেরা।বৃহস্পতিবারই মুম্বইয়ের কুপার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

39

আর মাত্র কিছুটা সময়। তারপরেই সবটা শেষ। বেলা ১২ টায় ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে সিদ্ধার্থ শুক্লার। ইতিমধ্যেই অভিনেতার বাড়ির সামনে এবং হাসপাতালে বাইরে ভিড় জমতে শুরু করেছে।

49

অভিনেতা  সিদ্ধার্থকে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বলি অভিনেতা রাজকুমার রাও, পত্রলেখা, রাহুল মহাজন,  প্রাক্তন প্রেমিকা শেফালি জরিওয়ালা, রেশমি দেশাই,  জেসমিন ভসিন, আলি গোনিরা।

59

অভিনেতা  সিদ্ধার্থকে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বলি অভিনেতা রাজকুমার রাও, পত্রলেখা, রাহুল মহাজন,  প্রাক্তন প্রেমিকা শেফালি জরিওয়ালা, রেশমি দেশাই,  জেসমিন ভসিন, আলি গোনিরা।

69

অভিনেতা  সিদ্ধার্থকে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বলি অভিনেতা রাজকুমার রাও, পত্রলেখা, রাহুল মহাজন,  প্রাক্তন প্রেমিকা শেফালি জরিওয়ালা, রেশমি দেশাই,  জেসমিন ভসিন, আলি গোনিরা।

79

প্রেমিকা শেহনাজকে একা রেখেই চলে গেলেন সিদ্ধার্থ। তাদের সম্পর্কের রসায়ন নিয়ে কম জলঘোলা হয়নি। তবে কেউ কোনওদিন স্বীকারও করেননি। সিদ্ধার্থের মৃত্যুতে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছেন শেহনাজ। কী নিয়ে আমি বাঁচব, আমার হাতে মাথা রেখেই এই দুনিয়া ছেড়ে চলে গেল, বাবাকে  কাতর আর্তি শেহনাজের।

89

শেহনাজ গিলের বাবা সন্তোষ সিং জানিয়েছেন, তার মেয়ে একদমই ভাল নেই। কাঁদতে কাঁদতে বারবার অসুস্থ হয়ে পড়ছেন। কেঁদে কেঁদে আমায় বলল, পাপা ও আমার কোলেই মরে গেল, আমার হাতে মাথা রেখে এই দুনিয়া ছেড়ে আমায় একা রেখে চলে গেল। এবার আমি কী নিয়ে বাঁচব।

99

 প্রেমিকা শেহনাজের সঙ্গেই শেষবারের মতোন দেখা গিয়েছে সিদ্ধার্থকে। বিগ বস ওটিটি-তে একসঙ্গে হাজির হয়েছিলেন শেহনাজ ও সিদ্ধার্থ। এছাড়াও রিয়্যালিটি শো ডান্স দিওয়ানে, সানডে কা ভার-এ সিদনাজ-এর রসায়নে মুগ্ধ সাইবারবাসী।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos