হৃদযন্ত্র বিকল হয়েই মৃত্যু হয়েছে সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে-র। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে স্বাভাবিক মৃত্যু হয়েছে গায়কের শুধু তাই নয় হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে এবার ময়নাতদন্তের রিপোর্টে গায়কের স্বাস্থ্য নিয়ে ধোঁয়াশা বাড়ছে। সত্যিই কি কলকাতার লাইভ কনসার্টই কেড়ে নিল কেকে-র প্রাণ। প্রবল গরম, অতিরিক্ত জনসমাগমই কেকে-র মৃত্যুর কারণ। তবে ময়নাতদন্তের রিপোর্ট দেখে চিকিৎসকেরা বলছেন না। এই সমস্যা একদিনের নয়। বহুদিন আগেই কেকের হৃদযন্ত্রে মারণরোগ বাসা বেধেছিল। রিপোর্ট দেখেই চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসকদের কপালে। যেখানে দেখা গিয়েছে কেকের হৃদপিন্ডের চারপাশে পুরু মেদের আস্তরণ।শুধু তাই নয়, কেকে-র শরীরে ১০ রকমের হজমের ওষুধ ও ভিটামিন সি পাওয়া গিয়েছে। মৃত্যুর দিন কীসের ওষুধ খেয়েছিলেন কেকে, তা নিয়ে চিন্তা বাড়ছে।