এই প্রসঙ্গে উঠে এসেছে সোনম কাপুরের কফি উইথ করণের একটি ভিডিও। যা রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
310
সেখানে সোনমকে করণ জিজ্ঞেস করেছিলেন, কে হট আর কে নয় তা ব়্যাপিড ফ্যায়ারের মত উত্তর দিতে।
410
সোনমকে পর পর বিরাট কোহলি, আরমান কোহলি, রণবীর কাপুর, ইমরান খান এবং অবশেষে জিজ্ঞেস করা হয়েছে সুশান্ত সিং রাজপুতের বিষয়।
510
প্রত্যেকের সময় উত্তর দিলেও, সুশান্তের সময় গিয়ে সোনম উত্তর দেন, তিনি জানেন না, কোনও উত্তর দিতে পারবেন না। সুশান্তের কোনও মুভি তিনি দেখেননি। সুশান্ত সংক্রান্ত নানা ভিডিও বারে বারে উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়।
610
যা নিয়ে সোনম লিখেছেন, "প্রাক্তন প্রেমিকা, প্রেমিকা, সহকর্মীকে একজনের মৃত্যুর জন্য দায়ী করা বন্ধ করুন আপনারা। অসভ্যতামির সীমা ছাড়াচ্ছে সকলে।"
710
সোশ্যাল মিডিয়ায় তাঁকে এই নিয়ে ট্রোল করা শুরু করেছেন সাইবারবাসীরা। কারণ সোনম অস্রাব্য ভাষায় লিখেছেন ট্যুইটটি। ট্রোল করার পাশাপাশি, ব্যান করার দাবি উঠছে তাঁদের ছবি।