আনন্দ আহুজার সঙ্গের সদ্য লন্ডনে উড়ে গিয়েছেন সোনম কাপুর। করোনার প্রকোপে কোনওরকমে নিজেদের বাড়িতে গিয়ে উঠেছেন সেলেব জুটি। ফিরতে না ফিরতেই সোনম পোস্ট করেছেন ছবি এবং ভিডিও। যা দেখে রীতিমত চটেছে নেটিজেনরা। বাইরে থেকে এলে বা নতুন জায়গায় গেলে নিজেকে ১৪ দিনের জন্য সেল্ফ কোয়ারেন্টাইনে রাখা প্রথম নিয়মাবলীর গুলোর মধ্যেই পড়ে। নেটিজেনের দাবি, সেই নিয়ম ভেঙে নিজের মত বাইরে ঘুরে বেড়াচ্ছেন বলিউড অভিনেত্রীর। ট্রোল এবং নানা কুমন্তব্যের শিকার হতেই মুখ খুললেন সোনম।