অসংরক্ষিত সিটে গর্বের সঙ্গে মুম্বই ফিরলেন সোনু সুদ, যোদ্ধাকে সেলুট জানাল স্পাইস জেট

Published : Mar 21, 2021, 12:29 PM IST

সোনু সুদ, পর্দা সাধারণত তাঁকে ভিলেন বলেই চিনিয়েছে। কিন্তু সোনুর সেই চেহারাই সম্পূর্ণ মিথ্যে করে বাস্তবের হিরো হয়ে ফুঁটে উঠেছে ২০২০ সালে। করোনার সময় সাহায্য চেয়ে সাহায্য পায়নি এমন মানুষ বিরল, যাঁরা পৌঁছে ছিলেন সোনুর দরজায়। সেই যোদ্ধাকেই এবার সন্মান জানাল স্পাইস জেট। 

PREV
18
অসংরক্ষিত সিটে গর্বের সঙ্গে মুম্বই ফিরলেন সোনু সুদ, যোদ্ধাকে সেলুট জানাল স্পাইস জেট

কোভিড ১৯ ভারতের বুকে থাবা বসানো মাত্রই এক অন্য পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গোটা দেশ জুড়ে।

28

হাজার হাজার পরিযায়ী শ্রমিকেরা আটকে, নেই রোজগার, নেই খাওয়ার যোগানটুকু। সকডাউনে হিমসিম খাচ্ছিল গোটা দেশ। 

38

সেই পরিস্থিতিতেই একের একে সেলেবরা এগিয়ে এসেছিল সাধ্য মত সাহায্য করতে। কিন্তু তাঁদের মধ্যে সর্বাধিক নজর কাড়ে সোনু সুদ। 

48

একাই কাঁধে তুলে নিয়েছিলেন হাজার হাজার মানুষের দ্বায়িত্ব। সাধ্যমত চেষ্টা করেছিলেন মানুষের বিপদে পাশে দাঁড়াতে। 

58

হেল্পলাইন নম্বর চালু করা থেকে শুরু করে, চাকরি দেওয়া, সবটাই একা হাতে সামলে ছিলেন তিনি।

68

সেই হিরোকেই এবার অভিব কায়দায় সন্মান জানালো স্পাইস জেট। পুরো একটি বিমানের গায়ে কেবলই সোনু। 

78

মুম্বই ফেরার পথে এই বিমান দেখে আবেগে ভাসেন সোনু। তিনি জানান, এদিন তাঁর মা-বাবা যদি থাকতেন। 

88

বিনা সংরক্ষণের টিকিটেই ফিরলেন তিনি। অথচ সন্মান ও গর্ব নিয়ে। ঝড়ের বেগে সেই ছবি হয়ে উঠল ভাইরাল। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories