কত পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন, হিসেব নেই, মন্তব্যকে ব্য়ঙ্গ, কার্টুনেই ভাইরাল সোনু

এক কথায় বলতে গেলে পরিয়ায়ী শ্রমিকদের কাছে ভগবান তিনি। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সকলের নজর কেড়েছেন লকডাউনে সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের কাছে এক কথায় বলতে গেলে তিনিই হলেন পরিত্রাতা। এবার ব্যঙ্করেই সেই উক্তি সামনে আসা এক কার্টুনে ভাইরাল অভিনেতা। 

 

 

Jayita Chandra | Published : Sep 17, 2020 6:35 AM IST
19
কত পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন, হিসেব নেই, মন্তব্যকে ব্য়ঙ্গ, কার্টুনেই ভাইরাল সোনু

লোকসভার বাদলা অধিবেশনে উঠল এবার পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ। কত জন পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন!

29

শুধু মৃত্যের সংখ্যাই নয়, তাঁদের পরিবারকে কীভাবে অর্থ সাহায্য করা হচ্ছে! প্রশ্ন উঠতেই চুপ কেন্দ্র। 

39

কতাঁদের কাছে নাকি এই সংক্রান্ত নথী নেই। তাই অর্থ সাহায্যের প্রসঙ্গও আসেনা বলে জানিয়ে দেওয়া হয়েছে। 

49

এই প্রসঙ্গেই আসে সোনু সুদের নাম। তবে কি সব তথ্য কেবল তাঁর কাছেই আছে! তাঁকে যদি প্রশ্ন করা হয় কতজন মারা গিয়েছেন!

59

সোনু সুদের উত্তর হবে, গোনার সময় পাইনি, কারণ তাঁদের সাহায্য করতে ব্যস্ত ছিলাম। 

69

এমনই এক সংলাপ কার্টুনের আকারে তুলে ধরেছেন কার্টুনিস্ট  সতীশ আচার্য। 

79

সেই কার্টুনি নেট দুনিয়ায় শেয়ার করলেন সোনু। মুহূর্তে তা ছড়িয়ে পড়ল ভক্তমহলে। নজরও কাড়ে তা সকলের। 

89

কার্টুন শেয়ার করে সোনু লেখেন- অনবদ্য। পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁচ্ছে দেওয়া থেকে শুরু করে চাকরি করে দেওয়া, মানুষের বিপদে কীভাবে পাশে দাঁড়াতে হয়, নিজের সর্বস্য দিয়ে তা প্রমাণ করেছেন সোনু। 

99

প্রশ্ন উঠেছে তাঁর অর্থের যোগান নিয়েও। এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলে সোনু জানিয়েছিলেন, তাঁর সঞ্চয়, ও বেশ কিছু বড় বড় সংস্থার মুখ হওয়ার কারণে পাওয়া অর্থই সম্বল।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos