যেকোনও মুহূর্তে আসবে সুখবর, তার আগেই ক্রেভিংসে মন ভরছে মম টু বি অনুষ্কার

অপেক্ষার প্রহর গুনছেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। কোনওভাবেই যেন সময় আর কাটছে না। আজ নয় কাল ফুটেফুটে কন্যাসন্তান কিংবা পুত্রসন্তান আসতে চলেছে তাঁদের জীবনে। জানুয়ারি মাসেই রয়েছে অনুষ্কার ডিউ ডেট। সময় যত এগিয়ে আসছে ততই যেন মনে মধ্যে অস্থিরতা ক্রমশ বাড়ছে। অধৈর্য্য হয়ে উঠেছে অনুষ্কা ও বিরাটের ভক্তরাও। তাঁদের সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন প্রায় একশো দুশো বার ক্লিক হয়েই চলেছে। 

Adrika Das | Published : Jan 9, 2021 8:07 PM
18
যেকোনও মুহূর্তে আসবে সুখবর, তার আগেই ক্রেভিংসে মন ভরছে মম টু বি অনুষ্কার

কখন পাওয়া যাবে খুশির খবর, এই অপেক্ষায় বসে রয়েছে দেশবাসী। এরই মধ্যে ভরা মাসে অনুষ্কার দেখা দিচ্ছে নানা ক্রেভিংস। 

28

গর্ভাবস্থায় বিভিন্ন ধরণের ক্রেভিংসই হতে থাকে মহিলাদের। তেমনই অনুষ্কারও হয়েছে। .

38

দিন কতক আগে জাম্বো পিৎজার ক্রেভিংস হয়েছিল তাঁর। সেই ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। 

48

এবার একেবারে ভারতীয় ক্রেভিংস এল প্রকাশ্যে। ফুচকা, মহারাষ্ট্রের ভাষায় পানিপুরী খেতে ইচ্ছে হয়েছে তাঁর। 

58

মম টু বি-র ইচ্ছে মানেই নিমেষের মধ্যে সেই ইচ্ছেপূরণ হয়ে যাওয়া। সঙ্গে সঙ্গে এসে হাজির হয়েছে পানিপুরীর থালি। 

68

তবে সবটাই একেবারে বাড়িতে তৈরি করা। একেই করোন আবহ, তার উপর গর্ভাবস্থায় বাইরের এমন খাবার খাওয়া একেবারেই সঠিক নয় অনুষ্কার জন্য। 

78

পুদিনার জল, সুখা পুরী, মটর, সব নিয়েই পাত পেতে বসেছেন অনুষ্কা। মনের আনন্দে আয়েশ করে খেয়েছেন পানিপুরী।   

88

অনুষ্কা ডাবের জল নিয়েও একটি পোস্ট করেছিলেন। বাড়িতেই তাঁর সমস্ত প্রেগনেন্সি ক্রেভিংসের খেয়াল রাখছে বিরাট। সেসবই প্রকাশ্যে আসছে সোশ্যাল মিডিয়ায়।  

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos